কলকাতা: তীব্র গরমে নাজেহাল অবস্থা৷ এরই মধ্যে একের পর এক ট্রেন বাতিল৷ ভোগান্তির শিকার যাত্রীর৷ ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাতিল একাধিক ট্রেন৷ রেল সূত্রে জানা গিয়েছে, দমদম স্টেশনের পাঁচ নম্বর প্লটফর্মে কাজ চলবে৷ তাই আগামী ২০ দিন মোট ২৪টি ট্রেন বাতিল থাকবে৷
আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে স্টেশনের কাজ৷ কাজ চলবে আগামী ৭ মে পর্যন্ত৷ শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম এই কাজের বিষয় স্পষ্ট করেছে৷ সেই সঙ্গে নিত্যযাত্রীদের সহযোগিতার করা জানিয়েছেন৷ এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে৷
১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাতিল থাকবে ৩০৩৫১ মাঝেরহাট-বারাসত, ৩০৩১১ মাঝেরহাট-বারাসত, ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ, ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ, ৩০১৪৫ বিবাদী বাগ-কল্যাণী জংশন, ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম, ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট, ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ, ৩৩২৮২ হাসনাবাদ-দমদম জংশন, ৩৩২৩১ দমদম-ব্যারাকপুর, ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম, ৩৩২৭১ দমদম-গোবরডাঙা, ৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ, ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা, ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট, ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর৷
এছাড়াও ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট, ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত, ৩৩৪৩৫ শিয়ালদহ-বারাসত, ৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর, ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ, ৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর, ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ ও ৩০৩১২ বারাসত-মাজেরহাট৷ ১৮ এপ্রিল থেকে ৭ মে যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষেপিত হচ্ছে ৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে।
৩০৩৪৪ বনগাঁ-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল রহড়া পর্যন্ত যাবে এবং ৩০৭১১ লক্ষীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। একইভাবে ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল এই দিনগুলিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে৷