নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ছেলের হাতে বাবার খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম বিধান ঘোষ (৪০)। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার পাঁচাল পঞ্চায়েতের আড়ালকোলা গ্রামে দুপুর আড়াইটে নাগাদ।
স্থানীয় সূত্রে খবর, বিধান ঘোষ প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে সংসারে অশান্তি করার পাশাপাশি স্ত্রী চায়না ঘোষকে মারধোর করতো। অন্যান্য দিনের মত এদিনও তিনি তার স্ত্রীকে মারধর করতে গেলে বড় ছেলে সঞ্জীব ঘোষ বাধা দেন। অশান্তি চরম সীমায় পৌঁছলে সঞ্জীব ঘোষ বটি নিয়ে স্ত্রী ও ছেলেকে মারতে যান। তখনই শুরু হয়ে যায় তাদের মধ্যে ধস্তাধস্তি । এরই মাঝে বটির আঘাতে বিধান ঘোষ এর গলার নলি কেটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানিয়রাই পুলিশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ।এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
পাঁচাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত মিশ্র জানান , বিধান ঘোষ সব সময় অত্যধিক মদ্যপ অবস্থায় থাকতেন এবং এর আগেও বহুবার পরিবারে অশান্তি হয়েছে । তবে তিনি দোষীর প্রকৃত শাস্তি চান ।
ছেলে সঞ্জীব ও স্ত্রীকে আটক করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।