কলকাতা: চলতি বছরে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি৷ পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে৷ সেই সময়সীমা শেষ হচ্ছে ১২ মে৷ এরই মধ্যে শুরু হয়েছে লোকসভা নির্বাচন৷
তাই ফলপ্রকাশ নিয়ে উঠছে প্রশ্ন৷ কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ হবে মাধ্যমিক পরীক্ষার৷ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে লোকসভা ভোটপ্রক্রিয়া চলাকালীনই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে৷ ৯০ দিনের মধ্যে মাধ্যমিক ফল প্রকাশ করে দেওয়া হবে৷”
অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি৷ পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ৷ মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিকে ফল প্রকাশেরও সময় হয়ে গিয়েছে৷ ফলপ্রকাশের জন্য প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য৷ অর্থাৎ আগামী মে মাসেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে৷