Homeদেশের খবরRahul Gandhi: রাম মন্দির দর্শনে যাবেন রাহুল গান্ধী! লড়তে পারেন আমেঠি...

Rahul Gandhi: রাম মন্দির দর্শনে যাবেন রাহুল গান্ধী! লড়তে পারেন আমেঠি থেকে

Published on

আমেঠির নির্বাচনী রণক্ষেত্রে নামার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) অযোধ্যায় রাম জন্মভূমি পরিদর্শনে যাবেন বলে শনা যাচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে কেরালার ওয়ানাড়ের উত্তর প্রদেশের আমেঠি থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধী অযোধ্যায় গিয়ে প্রার্থনা করতে পারেন। তবে তিনি কখন অযোধ্যায় রাম মন্দিরে পুজো দিতে যাবেন, তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। সূত্রের খবর, রাহুল গান্ধী আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই উদ্দেশ্যে দলের তরফে তৃণমূল স্তরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এই নিয়ে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের মধ্যে আলোচনা চলছে। ২৬ এপ্রিল নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ওয়ানাড়ের ভোটগ্রহণ হবে। এর পরই রাহুলের আমেঠি আসনের জন্য রাহুলের নাম ঘোষণা করা হতে পারে। এমনটাই সূত্রের খবর।

এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী এবং আমেঠি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি সোমবার দাবি করেছিলেন যে রাহুল গান্ধী ২৬ শে এপ্রিল ওয়েনাডে ভোটের পরে আমেঠি সফর করবেন। স্মৃতি ইরানি বলেন, জাতপাতের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্যই রাহুল গান্ধী রাম মন্দিরে যাবেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানি অমেঠিতে রাহুল গান্ধীকে পরাজিত করেছিলেন। যদিও ঐ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। রাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেরালার ওয়ানাড় থেকে জয়ী হন এবং ২০২৪ সালে ফের সেখান থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে ওয়ানাড়ে।

স্মৃতি ইরানি বলেন, ‘২৬ এপ্রিল ওয়ানাড়ের নির্বাচন হয়ে যাওয়ার পর রাহুল গান্ধী পরিবার নিয়ে আমেঠিতে আসবেন এবং সমাজে বর্ণবাদের আগুন ছড়িয়ে দেওয়ার কাজ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে ২৬ এপ্রিলের পরে রাহুল গান্ধীও আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

প্রথম দফা নির্বাচনের আগে প্রচারের শেষ দিনে, রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব যৌথ সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে রাহুলের কাছে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, তিনি কি আমেঠি থেকে লড়াই করবেন? এই প্রশ্নের জবাবে রাহুল বলেন, “আমেঠি নিয়ে দল যা নির্দেশ দেবে আমি মেনে নেব। আমি যা আদেশ পাব তা পালন করব। আমাদের দলে এসব (প্রার্থী বাছাই) সিদ্ধান্ত সিইসি নেয়”।

রাহুল গান্ধী ২০০৪ সালে ১৪ তম তম সাধারণ নির্বাচনে প্রথমবার আমেঠি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। তিনি ২০০৯ এবং ২০১৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আবার উত্তর প্রদেশের একই আসন থেকে জয়ী হন। ২০১৪ এবং ২০১৯ সালের সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। উভয় ক্ষেত্রেই কংগ্রেস লোকসভা নির্বাচনে হতাশাজনক ফল করে। ২০১৪ সালে কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪টি আসনে। আর ২০১৯ সালের সাধারণ নির্বাচনে সারাদেশে কংগ্রেসের আসন সংখ্যা হয় ৫২। ২০১৯ সালের নির্বাচনে রাহুল গান্ধী আমেঠির পাশাপাশি কেরালার ওয়েনাড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমেঠিতে তিনি বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হন। কিন্তু ওয়েনাড আসনে জিতে লোকসভায় সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন।

Latest News

Kinjal Nanda: বিজ্ঞাপনী প্রচারে কিঞ্জল নন্দ! আরজি কর কাণ্ডের আগে কোথায় ছিলেন… কটাক্ষ নেটিজেনদের

আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে...

Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সবজি বাজারে আচমকা হানা টাস্ক ফোর্সের! আপাত স্বস্তিতে মধ্যবিত্তরা

বাজারে শাক-সবজির দাম (Price Hike) আকাশ ছোঁওয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক করেছিলেন (Price Hike)...

RG Kar: আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য! সাফ জানিয়ে দিল কেন্দ্র

আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বার বার প্রাক্তন...

TMC Councillor: ফের তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলা! এবার বাড়িতে ঢুকে…

কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে...

More like this

Kinjal Nanda: বিজ্ঞাপনী প্রচারে কিঞ্জল নন্দ! আরজি কর কাণ্ডের আগে কোথায় ছিলেন… কটাক্ষ নেটিজেনদের

আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে...

Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সবজি বাজারে আচমকা হানা টাস্ক ফোর্সের! আপাত স্বস্তিতে মধ্যবিত্তরা

বাজারে শাক-সবজির দাম (Price Hike) আকাশ ছোঁওয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক করেছিলেন (Price Hike)...

RG Kar: আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য! সাফ জানিয়ে দিল কেন্দ্র

আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বার বার প্রাক্তন...