কলকাতার রাজপথে ছেড়ে বাড়িতেই পূজিত হলেন শান্তিপুরের জগন্নাথদেব,সেই পূজা দেখতে হাজির মুকুল রায় June 23, 2020 , 7:05 PMJune 23, 2020 , 2:59 PM by Khaboreisamay Deskনিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ শান্তিপুরের ধ্রুব নারায়ন গোস্বামীর ঐতিহ্য বহন করে চলা বহু প্রাচীন জগন্নাথ বলরাম সুভদ্রাকে কলকাতা বাগবাজার থেকে সেন্টাল এভিনিউ হনুমান মন্দির পর্যন্ত টানা হয় রথে। তা দেখতে কলকাতার রাজপথ জনসমুদ্রে পরিণত হতো। কিন্তু এবছর করোনাভাইরাস সতর্কতায স্থগিত রয়েছে অন্যান্য জায়গার মত বাগবাজারের রথযাত্রাও। এই রথযাত্রায় গতবছর উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তবে শুধু মুকুল রায় কেন, কলকাতার বিভিন্ন মহলের অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরাও আজকের দিনে সেখানে হাজির থেকে সাধারণ হয়ে যেতেন। আজ মঙ্গলবার করোনা প্রবাহের জেরে বিশেষ কিছু বিধিনিষেধের জন্য বাগবাজারে শুধুমাত্র খালি রথটি পূজিত হয়।এর পরে নদীয়ার শান্তিপুরে থাকা ওই জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি মূর্তি পূজিত হলো। কলকাতাতে মূর্তি রাখার অসুবিধার কারণে প্রতিবছর শান্তিপুর থেকে নিয়ে যাওয়া হয় বাগবাজারের রথে থাকা জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি। এবছর ওই তিনমূর্তি পূজিত হচ্ছেন শান্তিপুরের কলেজ মোড় এলাকায় ধ্রুব নারায়ন গোস্বামী বাড়িতে। কৃষ্ণনগরে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে শান্তিপুরের ধ্রুব নারায়ন গোস্বামীর বাড়িতে জগন্নাথ দর্শন করলেন বিজেপি নেতা মুকুল রায়।বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটান বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও শিল্পী সংসদের সর্বভারতীয় সভাপতি সিদ্ধার্থ শংকর নস্কর।