জঙ্গলে এখন অগ্নিকাণ্ডের (Uttarakhand Forest Fire ) মরসুম, বন বিভাগের কর্মকর্তা থেকে কর্মচারী সকলের ছুটি নিষিদ্ধ করা হয়েছে, বিশেষ পরিস্থিতি ছাড়া …….
উত্তরাখণ্ডের জঙ্গলে অগ্নিকাণ্ডের (Uttarakhand Forest Fire ) ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি নিষিদ্ধ করেছে। প্রধান সচিব বন রমেশ কুমার সুধাংশু এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।
আদেশে বলা হয়েছে, চলতি বনে আগুন মরসুমে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিশেষ পরিস্থিতি ছাড়া ছুটি মঞ্জুর করা হবে না। সরকারের পক্ষ থেকে একটি আদেশও জারি করা হয়েছিল যে, বনের অগ্নিকাণ্ড প্রতিরোধে অবহেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বন কর্মকর্তা ও মাঠ কর্মচারীদের দায়িত্ব নির্ধারণ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অত্যন্ত সংবেদনশীল বন বিভাগের ক্রু-স্টেশনে ক্রু-টিমকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে। কোনো ক্রু-স্টেশনে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির কোনো ঘাটতি থাকা চলবে না। বনের দাবানল রোধে স্থানীয় জনগণের সহযোগিতা নিতে হবে। স্কুল-কলেজে সভা-সমাবেশ করে শিক্ষার্থীদের বনের আগুন প্রতিরোধে সচেতন করতে হবে।
বনের আগুন প্রতিরোধের বিষয়ে আগে জারি করা নির্দেশিকাও কঠোরভাবে অনুসরণ করতে হবে। অন্যদিকে, বনমন্ত্রী সুবোধ ইউনিয়ালের মতে, দফতরের আধিকারিকদের বৈঠকে তিনি বনের আগুন প্রতিরোধে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।