গড়িয়া থেকে এসপ্ল্যানেডগামী (Kolkata) বাসে টিকিট কাটতে কাটতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কন্ডাক্টর ষষ্ঠী হালদার। যাত্রী বোঝাই বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর (Kolkata)। বুধবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে (Kolkata)। সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে (Kolkata)।
মৃত কন্ডাক্টরের নাম ষষ্ঠী হালদার। ৫০ বছর বয়সি ষষ্ঠী নরেন্দ্রপুরের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ৮০এ রুটের বাসে কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। অন্যান্য দিনের মতো এদিনও গড়িয়া থেকে এসপ্ল্যানেডের দিকে যাচ্ছিল বাসটি। বাসে ভিড় ছিল যথেষ্ট, টিকিট কেটে যাচ্ছিলেন ষষ্ঠী। হঠাৎই তিনি অসুস্থতা অনুভব করেন এবং চালককে বিষয়টি জানান। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু চালক ষষ্ঠীর অবস্থা দেখে বুঝতে পারেন, পরিস্থিতি গুরুতর। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন, বাসকেই হাসপাতালে পৌঁছানোর মাধ্যম করবেন। বাসে থাকা যাত্রীদের নিয়েই চালক এমআর বাঙুর হাসপাতালে পৌঁছান সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।
চালকের প্রচেষ্টার পরেও ষষ্ঠীকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। বন্ধুর মৃত্যুর খবরে ভেঙে পড়েন বাস চালক। চোখে জল নিয়ে তিনি বলেন, “ষষ্ঠী আর আমাকে বলবে না, বাঁদিক চেপে চল।”
ষষ্ঠীর অকাল মৃত্যুতে সহকর্মী ও যাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সহকর্মীরা। এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল, স্বাস্থ্য সংকটের সময় সাধারণ পরিবহনকর্মীদের দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ কতটা সীমিত। ষষ্ঠীর মৃত্যু সেই বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরেছে।