সৌভিক সরকার,ব্যারাকপুরঃ আবারও শ্যুট আউটের ঘটনা ঘটল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল এক কলেজ পড়ুয়াকে। শুক্রবার রাতে প্রকাশ্যেই পরপর গুলি করে ওই কলেজছাত্রকে খুন করে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওর্য়াডের উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি, সে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এই ঘটনায় ওই ছাত্রের পরিবার স্থানীয় ছোটু ও রাজ দুই যুবকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছে। তবে অভিযুক্তরা পলাতক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কলেজ ছাত্রের সঙ্গে প্রায় দিনই গাড়ি রাখা নিয়ে ঝামেলা বাঁধতো স্থানীয় ওই যুবকদের। ছোটু নামে ওই যুবক রোজই তৌফিকের বাড়ির সামনেই গাড়ি পার্ক করে মদ্যপান করত।
সেই নিয়ে আপত্তি করতেন তৌফিক। বেশ কয়েকবার তৌফিককে হুমকিও দিয়েছিল ওই যুবক। শুক্রবার রাতেও একই কারণে বচসা বাঁধে তাদের।তৌফিকের সঙ্গে যাদের ঝামেলা শুরু হয়েছিল, তারা পরপর পাঁচটি গুলি করে। চারটি গুলি তৌফিকের বুকে লাগে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৌফিক। অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তিনজন। স্থানীয় যুবক ছোট্টু ও তার দলবল পুরনো কোনও শত্রুতা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, আচমকাই প্রকাশ্য রাস্তাতেই একটি বন্দুক বার করে গুলি চালিয়ে দেয় ছোটু। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তৌফিক। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তৌফিককে বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। খবর যায় টিটাগড় থানায়।ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ। তৌফিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পাশাপাশি যথেষ্ঠ উত্তেজনাও রয়েছে এলাকায় । শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।