মঙ্গলবার সাত সকালে গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ভাঙড়ের (Bhangar) শাকশহর এলাকায় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার করা হয়। ভাঙড় (Bhangar) পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃতের নাম জব্বার মোল্লা (৫৫)। তিনি একটি চায়ের দোকান চালাতেন(Bhangar) । সেখানেই তাঁর গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জব্বার মোল্লা প্রতিদিন সকালে নিজে চায়ের দোকান খুলতেন। কিন্তু মঙ্গলবার তখনও চায়ের দোকান খোলেনি বলে তাঁর ছেলে অন্য একটি চাবি দিয়ে দোকান খোলেন। দোকাল খোলার পরেই তিনি চমকে ওঠেন। তিনি দেখেন, দোকানের ভিতর জব্বার মোল্লার গলা কাটা দেহ পড়ে রয়েছে। আর পাশে পড়ে রয়েছে রক্ত। সেই রক্ত জমাট বেঁধে কালচে রঙ ধারণ করেছে। মৃতের ছেলে জানিয়েছেন, তাঁর বাবার যে গলা কাটা হয়েছে, তা নয়। শরীরে অসংখ্য আঘাতের দাগ রয়েছে। তিনি মনে করছেন, তাঁর বাবাকে ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
সকালে চায়ের দোকানে দোকানির গলা কাটা দেহ উদ্ধার হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা হাজির হন। হাজির হয় ভাঙর থানার পুলিশ। ইতিমধ্যে ভাঙর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী দিয়ে দোকানিকে হত্যা করা হয়েছে, পুলিশের কাছে এখনও তা পরিষ্কার নয়। কে বা কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।