সঞ্জয় কাপরি, পূর্ব মেদিনীপুর: স্কুল চলাকালীন একটি বেসরকারি নার্সারী স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে । মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ক্লাস চলাকালীন কাঁথি শহরে ঐতিহ্যবাহী ” স্কুল ডি লাইট ” বেসরকারি নার্সারি স্কুল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের জেরে ক্লাসের সমস্ত শিশু পড়ুয়াদের বাইরে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে হাজির হন কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি সহ অন্যান্যরা। কাউন্সিলর দেবাশীষ পাহাড়ির সহযোগিতায় স্কুলের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে স্কুলের এই ঘটনা দেখে ছাত্র ছাত্রীরা চিৎকার শুরু করেন। শিক্ষিকা থেকে শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙে পড়েন। এরপর ছাত্র-ছাত্রীদের অভিভাবক এসে শিশুদের বাড়ি নিয়ে যান। পরে স্কুল ছুটি দেওয়া হয়।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি বলেন ” পুরসভার এসে খবর পেয়ে স্কুলে ছুটে যায়। স্কুলের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোন শিশু আহত হয়নি। দমকল আসার আগেই কিছুটা নিয়ন্ত্রণে আনা হয় “। স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র অঞ্জন ধারা বলেন ” আমি ক্লাসে বসে লিখছিলাম। হঠাৎ করে অনেক আলো দেখতে পাই তখন সবাই বলতে লাগলো আগুন লেগেছে। তারপর আমরা ক্লাসের বাইরে চলে আসি। স্কুলের শিক্ষিকরা বললেন,যখন দেখছি আগুন লেগে গিয়েছে তখনই আমরা ছাত্র- ছাত্রীদের নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ি “।