পুজোর সময় মহিলাদের নিরাপত্তার জন্য পিঙ্ক পুলিশ ভ্যান চালু করেছিল শিলিগুড়ি পুলিশ (Siliguri)। উদ্দেশ্য ছিল বিপদে পড়া কোনও মহিলার পাশে দাঁড়াতে মহিলা পুলিশ উপস্থিত হবে (Siliguri)। সেই কারণেই পিঙ্ক পুলিশ ভ্যান চালু করা হয় (Siliguri)। কিন্তু পুজোর পরেই সেই পিঙ্ক পুলিশ ভ্যান নিয়ে বিপত্তি দেখা দেয় শিলিগুড়িতে ((Siliguri))।
জানা গিয়েছে, বুধবার রাতে একটি জুয়ার ঠেকে হানা দেয় পিঙ্ক পুলিশ ভ্যান। ঘটনায় এলাকায় স্থানীয় মহিলারা জড়ো হন। অভিযোগ সেই সময় এক মহিলা পুলিশকর্মী অসংলগ্নভাবে হাঁটতে হাঁটতে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে এক মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন করে। এলাকার বাসিন্দারা বলেন, ওই মহিলা পুলিশকর্মী সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়। ঘটনার পরেই ওই মহিলা পুলিশকর্মী বুঝতে পারেন, তিনি গণ্ডগোল করেছেন। তিনি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।
প্রধাননগর থানা সূত্রের খবর, আগেও ওই থানায় কর্মরত অবস্থায় ডিউটি করার অভিযোগ উঠেছিল পুলিশ মহিলা কর্মীর বিরুদ্ধে। এএসআই তানিয়া রায়ের নামের পুলিশি তদন্ত চলছিল। ঘটনার জেরে থান থেকে সরিয়ে পুলিশ লাইনে বদলি করা হয় তাঁকে। ফের মদ্যপ অবস্থায় এই ধরনের ঘটনা ঘটান অভিযুক্ত পুলিশ কর্মী। শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে। ওই মহিলা পুলিশ কর্মীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।
পুলিশের যে সিদ্ধান্ত নারীদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে, সেখানে যদি সেই কর্মীরা মদ্যপ অবস্থায় থাকেন, তাহলে নিরাপত্তা কারা দেবে। ঘটনায় শিলিগুড়ি পুলিশের নতুন করে মুখ পুড়ল তা বলার অপেক্ষা রাখে না।