HomeশিরোনামRape: তরুণীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ! অভিযোগের তির তৃণমূলের দিকে

Rape: তরুণীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ! অভিযোগের তির তৃণমূলের দিকে

Published on

বছর উনিশের এক তরুণীকে বাড়িতে ২ দিন আটকে রেখে ধর্ষণের (Rape) অভিযোগ।  কাঠগড়ায় বাঁকুড়ার সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা সোনামুখী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ মিত্র ওরফে ঝন্টু। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শুক্রবার বিকেলে দোষীর শাস্তি দাবি করে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি নারায়ণ মিত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় নারায়ণ মিত্রকে সোনামুখী ব্লক শ্রমিক সংগঠনের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনি সোনামুখীর বিডিওকে পঞ্চায়েত সমিতির সমস্ত পদ থেকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন।

ওই তরুণীর বাবার সঙ্গে নারায়ণ মিত্রের ভালোই সম্পর্ক। প্রায় ১৫-১৬ বছর ধরে সম্পর্ক ছিল। সেই সুবাদেই তরুণীর বাড়িতে যাতায়াতও ছিল নারায়ণের। তরুণীও তৃণমূল নেতার বাড়িতে যেতেন। তবে গত দুদিন ওই তরুণী আর বাড়ি ফেরেননি। ঠিক দুদিন পর তিনি বাড়িতে ফিরে জানান, নারায়ণ মিত্র ওরফে ঝন্টু তাঁকে জোর করে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছে। ইতিমধ্যেই নারায়ণ মিত্র তরুণীর বাবাকে মুখ বন্ধ করার জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার টোপও দেয়। কিন্তু তরুণী টাকা নিতে অস্বীকার করেন। অভিযোগ, নারায়ণ তরুণীর বাবা ও মাকে বিভিন্নরকমভাবে ভয় দেখাতে থাকে। রাজনৈতিক প্রভাব খাটাতে থাকে বলেও অভিযোগ। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন তরুণীর বাবা-মা। এর পর সুবিচারের দাবিতে একাই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্র ওরফে ঝন্টুর নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে শুক্রবার গ্রেপ্তার করে।

এই বিষয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, “যেখানেই ধর্ষণ সেখানেই তৃণমূল। এখন তৃণমূল এবং ধর্ষণ সমার্থক শব্দ হয়ে গিয়েছে। আমি মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। ওর সঙ্গে এবং বাবা-মার সঙ্গে কথা বলেছি। ওঁরা প্রচন্ড ভয়ে রয়েছেন। আমি বলেছি ভয় পাবেন না সত্যি ঘটনাকে সামনে আসতে দিন। আমরা আপনাদের পাশে সব সময় আছি। তৃণমূল অভিযুক্তকে সাসপেন্ড করলেও তা শুধুমাত্র লোকদেখানো। সপ্তাহ দুই পর আবার অভিযুক্তকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘুরতে দেখা যাবে। এদের লজ্জা নেই।”

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমি জানতে পারি আইএনটিটিইউসি-র সোনামুখী ব্লকের সভাপতির বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অত্যন্ত লজ্জার ঘটনা। আইন আইনের কাজ করবে।”

Latest News

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

UP’S Sambhal Clashes: সম্বলে তিনজনের মৃত্যুর পর ইন্টারনেট বন্ধ, কমিশনার কীভাবে পরিস্থিতি সামাল দিলেন?

রবিবার সম্বলের জামে মসজিদে সমীক্ষা চলাকালীন সহিংসতা (UP’S Sambhal Clashes) ছড়িয়ে পড়ে যাতে তিনজন...

Bikash Mishra: আমি মুখ খুললে সরকার পড়ে যাবে! প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক বিকাশ মিশ্র

এর আগে আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময়...

More like this

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

Bikash Mishra: আমি মুখ খুললে সরকার পড়ে যাবে! প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক বিকাশ মিশ্র

এর আগে আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময়...