পল্লব হাজরা ,বরাহনগর: দু বছর আগে ২০২১ সালে ২১ শে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ‘খেলা হবে দিবস’ উদযাপিত হবে ১৬ আগস্ট। সাতের দশকে একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অনেকে আহত হয়েছিলেন, মারাও গিয়েছিলেন। সেই দিনটির স্মরণে ১৬ই আগস্ট ‘খেলা হবে দিবস’ বেছে নেওয়া।
পাশাপাশি বিধায়কদের উদ্যোগে নিজ কেন্দ্রে আয়োজন করেন এম.এল.এ কাপ। চলতি বছরে জানুয়ারি মাসে বরাহনগরে অনুষ্ঠিত হয় এম.এল.এ. ফুটবল কাপ। তবে এবার বরাহনগরের বুকে প্রথম দুদিন ব্যাপী ক্রিকেট এম.এল.এ. চ্যালেঞ্জ কাপ আয়োজিত হয়।
শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন উদ্যোক্তারা। মশাল হাতে শোভাযাত্রায় পা মেলান বিধায়ক সহ অনেকে।এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়। উপস্থিত ছিলেন বরাহনগর পুরসভার উপ পুরপ্রধান দিলীপনারায়ণ বসু, পুরপরিষদ অঞ্জন পাল সহ বিশিষ্ট জনেরা। খেলার দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক , মন্ত্রী পার্থ ভৌমিক সহ বরাহনগর পুরসভার পৌরপ্রধানা অপর্ণা মৌলিক।
বিধায়ক তাপস রায় বলেন , বরাহনগর অত্যন্ত ক্রীড়া প্রেমী ও ক্রীড়া ভক্ত অঞ্চল। ফুটবলের পাশপাশি ক্রিকেট খেলা ভালোবাসেন বরাহনগরবাসী। প্রচুর মাঠ ও ক্লাব থাকায় অনেক নামি খেলোয়াড়ের অভিষেক হয়েছে এখান থেকে। খেলাধুলা মানুষকে একত্রিত করে, মন ও শরীর উভয় ভালো রাখে তাই এই উদ্যোগ।
বরাহনগর পুরসভার উপ পুরপ্রধান দিলীপনারায়ণ বসু জানান মানুষের ক্রিকেটের প্রতি উৎসাহ বেড়েছে। ক্রিকেটপ্রেমী মানুষদের উৎসাহিত করার জন্য এই আয়োজন। সারা বাংলা থেকে আগত টেনিস ক্রিকেটে বিশেষ ৮ টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে।
রবিবার ফাইনাল খেলার আগে ফানুস ওড়ানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। জয়ী ক্রিকেট দলের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার। দুদিন ব্যাপী খেলা কে কেন্দ্র করে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। খেলার শেষে ছিল দর্শকদের জন্য ছিল আতশবাজির ঝলকানি।