বিশ্বভারতীর এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বোলপুরের আম্রপালি হস্টেলে। বৃহস্পতিবার বিকেলে ওই হস্টেল থেকে উদ্ধার হয় বিশ্বভারতীয় (Santiniketan) পড়ুয়া অনামিকা সিংহের দেহ। আদতে বারাণসীর ওই বাসিন্দা আম্রপালি হস্টেলেরই আবাসিক ছিলেন। হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ এবং বিশ্বভারতী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পড়ুয়াদের একাংশ। রাতে পুলিশ আধিকারিক এবং বিশ্বভারতীর কর্মসচিব হস্টেলে পৌঁছলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে রাতে হস্টেলে যান বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (বোলপুর) রানা মুখোপাধ্যায় এবং বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পরে বিশ্বভারতীর পক্ষ থেকে ঘটনাস্থলে যান কর্মসচিব অশোক মাহাতো, নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় এবং ছাত্র পরিচালক গণেশ মালিক। পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরাও।