গরমে রক্তের চাহিদা মেটাতে এবং ‘রক্তদান জীবন দান’ এই শ্লোগানকে সামনে রেখে এবার রক্তদানে এগিয়ে এল কেন্দ্রীয় সরকারের আয়কর(Aayakar Bhawan) বিভাগের আধিকারিকরা।
পশ্চিমবঙ্গ ও সিকিম ক্ষেত্রের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের অধীনে আসানসোল ও শিলিগুড়ি অফিস সহ কলকাতায় অবস্থিত আয়কর দপ্তরের সাতটি অফিসে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক অফিসার, কর্মী ও স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান শিবিরে সামিল হয়ে রক্তদান করেন।
রক্ত দেন কলকাতার কমিশনার এডমিনিস্ট্রেশন একে সিং এবং কমিশনার ওএস ডি মোহিত মৃণাল। দুই কমিশনার জানান,কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা এই মহৎ কাজে সামিল হতে পেরে নিজেদের গর্বিত মনে করেন। এভাবেই আয়কর বিভাগের কর্মীদের সাধারন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।