গত রাতে আলিগড়ের টপ্পল থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষের (Accident) ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দেড় ডজন মানুষ। যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বেসরকারি বাস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বেসরকারি বাসটি দিল্লি থেকে আজমগড় যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। আহতদের সকলকে জেওয়ারের কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে (Accident) যায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত ৫ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Uttar Pradesh: A crash on the Yamuna Expressway in Aligarh killed 5 and injured 15. A bus collided with a truck, killing a baby, a woman, and three men. The injured were hospitalized pic.twitter.com/7nZ2UkKaEs
— IANS (@ians_india) November 21, 2024
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার কথা স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, বিজনোরের একটি সড়ক দুর্ঘটনায় (Accident) তিনজন নিহত হয়েছেন। বিজনোরের নাহতাউর এলাকায় হলদৌর রোডে একটি বাইক পেছন থেকে আখ বোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলিকে ধাক্কা দেয়। পুলিশ জানায়, গত ২০ নভেম্বর রাত ৮:৩০ নাগাদ হালদৌর রোডে আখ বোঝাই একটি ট্র্যাক্টর ট্রলি পার্ক করা ছিল। বাস ও ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনকে ঘটনার কথা জানানো হয়।