নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: সাত সকালে জাতীয় সড়কের ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ৪৫ জন বাসযাত্রী। দুর্ঘটনাটি ঘটছে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের চণ্ডীপুর থানার গুড়গ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে চণ্ডীপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে ১২-১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসের চালক ও খালাসিও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। চণ্ডীপুর-সহ একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কাঁথি থেকে যাত্রীবাহী বাসটি কলকাতার উদ্দোশে রহনা দেয়। অপর দিকে নন্দকুমার থেকে পাথর নিয়ে কাঁথির দিকে আসছিল পণ্যবাহী লরিটি। গুড়গ্রাম কাছে লরিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনে চলে আসে।
মুখোমুখি সংঘর্ষে বাসের সমন্ত যাত্রী গুরুতর জখম হন। বিকট আওয়াজ পেয়ে আশপাশের বাসিন্দারা দৌড়ে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কয়েক জনকে কলকাতায় রেফার করা হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।