নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ গ্রামের মধ্যে হঠাৎ করে বোমাবাজি, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও বোমা। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার ডোউলা গ্রামে।
সূত্রের খবর, নদীয়ার ধানতলা থানার কামালপুর গ্রাম পঞ্চায়েতের ডোউলা গ্রামের বাসিন্দা বসন্ত রায়। পেশায় রাজমিস্ত্রি। প্রতিদিনের মত আজ সকালেও বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তার স্ত্রীর দাবি বাড়িতে ফিরে এসে হঠাৎ সে বোমাবাজি শুরু করে। স্থানীয়দের অভিযোগ, পরপর প্রায় চারটি বোমের আওয়াজ শুনতে পান তারা। বোমের আওয়াজ পেয়ে আতঙ্ক ছড়ায় গোটা গ্রাম। ঘটনাস্থলে অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তারাই ধানতলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যান।
অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা। তবে কি কারণে তিনি বোমাবাজি করলেন সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায় নি। আগামীকাল মঙ্গলবার অভিযুক্ত বসন্ত রায়কে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে। এর পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কেউ জড়িত আছে কিনা কি কারণে তিনি এই বোমা এবং আগ্নেয়াস্ত্র বাড়িতে মজুত রেখেছিলেন তার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।