নিজস্ব প্রতিনিধি,হাবড়াঃ সাতসকালে গৃহবধূর ওপর এসিড হামলা । ঘটনাটি ঘটে অশোকনগর থানার দৌলতপুর এলাকায়। স্থানীয় লোকজনের তৎপরতায় হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যাসিডে আক্রান্ত ওই মহিলাকে। এই মুহূর্তে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।
আক্রান্তের বাবা নারায়ন সরকার জানান, আক্রান্ত গৃহবধূর নাম সবিতা সরকার।বাড়ি সেনডাঙা এলাকায়। বছর দু-য়েক আগে গাদামারা এলাকার বাসিন্দা দিলীপ মজুমদার এর সাথে বিয়ে দেন সবিতার।জামাই দিলীপ আগে একবার বিয়ে করেন এবং আগের পক্ষের এক মেয়েও আছে সে হোস্টেলে থাকে।সেই কথা গোপন করে পরে আবার সবিতার সাথে বিয়ে করে দিলীপ।সবিতার সাথে বিয়ে করার কিছুদিন পরেই জামাই দিলীপের আগের পক্ষের মেয়ে বাড়িতে চলে আসে। তারপর থেকেই সবিতার উপর নির্যাতন করতে শুরু করে দিলীপের বাড়ির লোকজন।তাদের সংসারে অশান্তি লেগেই থাকত সেইজন্য সবিতা সরকার বাবার বাড়িতেই থাকতেন বলে অভিযোগ করেন সবিতার বাবা নারায়ান সরকার।
নারায়ন বাবু বলেন, ‘অন্যান্য দিনের মত আজ সকালেও সবিতা কাজে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুটা যাওয়ার পর দৌলতপুর এলাকায় তার স্বামী দিলীপ মজুমদার আমার মেয়ের গায়ে অ্যাসিড হামলা চালায়।স্থানীয় লোকজন আমাকে ফোন করে জানানোয় আমি সাইকেল চালিয়ে দ্রুত চলে আসি হাসপাতালে, তারপর অশোকনগর থানায় এফআইআর করেছি।’
অন্যদিকে সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দৌলতপুর এলাকায়।