চারদিন ধরে অনশন করছেন সাত জন জুনিয়র চিকিৎসক। জুনিয়র চিকিৎসদের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। সেখানে গিয়ে তিনি (Aparna Sen) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনশন মঞ্চে আসার অনুরোধ করেন। এর আগেও তিনি (Aparna Sen) আরজি করে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চে গিয়েছিলেন। সেখানে তাঁকে (Aparna Sen) গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল।
ষষ্ঠীর সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে যান অভিনেত্রী তথা পরিচালিকা অর্পনা সেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অপর্না সেন বলেন, “আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আপনি নিজে অনশন করেছেন, জানেন অনশন করা কী জিনিস, আপনি এখানে এসে এঁদের কাছে দাঁড়ান, আপনি আসুন, এঁরা আপনার সন্তানসম, আপনি না এলে কিচ্ছু হবে না, আমি হাতজোড় করে বলছি, অনুরোধ করছি মাননীয়া আপনি নিজে এখানে এসে দাঁড়ান, ওঁদের কথা শুনুন, অবস্থাটা দেখুন। আপনার অধস্তন কর্মীরা ইমেল করছেন, কিন্তু আপনি নিজে আসুন, আমি অনুরোধ করছি।” এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস’ স্লোগানে স্বর মেলাতেও দেখা গিয়েছে প্রবীণ অভিনেত্রীকে।
পাশাপাশি তিনি বলেন, মানুষ কতটা ডেসপারেট হলে আমরণ অনশনের ডাক দেন। জুনিয়র চিকিৎসকরা শুধু নিজের জন্য অনশন করছেন না। আপনাদের জন্য অনশন করছেন, সুস্বাস্থ্য ব্যবস্থার জন্য অনশন করছে, নিরাপত্তার জন্য অনশন করছে। জনসাধরণকে বলেন, “আপনারা ওদের বার্তা সকলকে ছড়িয়ে দিন। এঁদের কণ্ঠস্বরের সঙ্গে আপনাদের কণ্ঠস্বর মেলান। এঁরা যে অনশন করছেন তা যেন ব্যর্থ না হয়। এঁদের শরীর খারাপ হয়ে যাবে। এঁরা বলছে হাসিমুখে যে আমরা ঠিক আছি। কিন্তু আমরা তো জানি এতদিন ধরে অনশন করলে শরীরে কী অবস্থা হয়।”
ষষ্ঠীর সন্ধের সময় জুনিয়র চিকিৎসকদের কাছে মুখ্যসচিবের ইমেল আসে। সেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। ১০-১২ জনের প্রতিনিধি দলকে নবান্নে আসতে বলার আহ্বান জানানো হয়। জুনিয়র চিকিৎসকরা এই ডাকে সাড়া দিয়েছেন। তাঁরা বলেছেন, কোনওভাবেই তারা সমঝোতা করবে না।