নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ি সংলগ্ন ধান জমিতে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই মৃতদেহ উদ্ধারের ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন।
ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট উপকুল থানার নয়াপুট এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত গোবিন্দ দাস (২৯)।শনিবার সকালে পুলিশ মৃতদেহটি কাঁথি হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূএে জানাগিয়েছে, মাস কয়েক আগে গোবিন্দ এলাকায় এক যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনের আবদ্ধ হয়। এলাকায় রঙের কাজে যথেষ্ঠ সুনাম রয়েছে গোবিন্দ। মঙ্গলবার সকাল বাড়ি থেকে গোবিন্দ আচমকাই নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। নিখোঁজ হয়ে যাওয়ার পরও পরিবারের লোকেরা থানায় কোন মিসিং ডায়েরি করেননি। শুক্রবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন কিছু দূরে ধান জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসেই ধান জমি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
জুনপুট উপকূল থানার এক পুলিশ আধিকারিক বলেন মৃতদেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে এলে মৃত্যুর প্রকৃত কারন পরিস্কার হবে। মৃতদেহের পাশ থেকে একটি বিষের শিশি উদ্ধার করা হয়েছে।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।