ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক যুবকের দেহ (Dead Body) উদ্ধার করা হয়। যুবকের দেহের (Dead Body) কিছুটা দূরে একটা বিধ্বস্ত স্কুটি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে যুবকের মৃত্যু (Dead Body) হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, খারাপ রাস্তার কারণে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু যুবকের (Dead Body) । ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
রুবি মোড়ের কাছে মন্দিরপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই। আনন্দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। দেহের কিছুটা দূর থেকে স্কুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, স্কুটিটি ওই যুবকের। স্থানীয় বাসিন্দারা জানান, ওই যুবককে তাঁরা চেনেন না।
এর আগেও শহর কলকাতার বুক থেকে দেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের এই যুবকের মৃত্যু কীভাবে হল, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রাস্তা খারাপ হওয়ার হওয়ার কারণে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু হয়। যুবকের দেহ যেখানে পড়ে ছিল তার কিছুটা আগেই রাস্তায় একটি গর্ত তৈরি হয়েছে। পুলিশ মনে করছে, ওই গর্তে স্কুটির চাকা পড়ে যায়। এরপরেই স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। স্কুটার থেকে ছিটকে পড়েন যুবক। ডিভাইডারের পড়ে যান যুবক। সেখান থেকেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে খুনের দিকটাও পুলিশ তদন্ত করে দেখছে।খুন না দুর্ঘটনা তা জানতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।