সামনেই দুর্গাপুজো। এই সময় বাঙালি যেখানেই থাকুক না কেন, ঘরে ফিরবেই। তাঁদের কথা মাথায় রেখেই পুজোর সময় অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া(Air India)। জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ- এই চারটি বড় শহর থেকে কলকাতায় অতিরিক্ত বিমান চালানো হবে।
এই পরিষেবা চালু হচ্ছে ২০ সেপ্টেম্বর থেকে। চলবে একমাস। প্রতিদিন বেঙ্গালুরু এবং হায়দরাবাদ থেকে বিমান আসবে কলকাতায়। শুধু তাই নয়, ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বই-কলকাতা রুটে অতিরিক্ত বিমান চালানোর ঘোষণাও করেছে এয়ার ইন্ডিয়া। ইতিমধ্যে ১৫ অগাস্ট থেকে দিল্লি-কলকাতা রুটে অতিরিক্ত ফ্লাইট চালাতে শুরু করেছে বিমান সংস্থা।
পুজোর সময় প্রতি বছরই অতিরিক্ত বিমান চালায় এয়ার ইন্ডিয়া। এবারও তার অন্যথা হচ্ছে না। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লি-কলকাতা রুটে সাপ্তাহিক ২৮টি ফ্লাইটের জায়গায় বাড়িয়ে ৩৫টি ফ্লাইট করা হবে। অন্য দিকে, মুম্বই-কলকাতা রুটে ২১টি সাপ্তাহিক ফ্লাইটের জায়গায় বাড়িয়ে ২৮টি করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের সুবিধা হয় এমন সময়েই বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটেও নতুন বিমান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। গত ১ মে থেকে দিল্লি-দুবাই রুটে থেকে উড়ছে এয়ার ইন্ডিয়ার নতুন বিমান এ-৩৫০। এরপর এই নতুন এ৩৫০ বিমান লন্ডন এবং নিউ ইয়র্ক রুটেও প্রতিদিন চালানো হবে বলে আগেই ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া ৷