খবর এইসময়, নিউজ ডেস্ক: জনবহুল করাচি শহরের মধ্যে ভেঙে পড়ল পাক ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি A-320 বিমান।শুক্রবার দুপুরে করাচি এয়ারপোর্টের কাছে পাকিস্তানের সরকারি বিমানসংস্থার এই বিমানটি ভেঙে পড়ে। এই বিমানে মোট ১০৭ জন যাত্রী ছিলেন। হতাহতের বিষয় এখনও কোনও খবর মেলেনি। এই দুর্ঘটনার জেরে করাচির মডেল কলোনি চত্বরে অনেক বাড়ি দাউদাউ করে জ্বলছে বলে সোশ্যাল মিডিয়ায় বলছেন প্রত্যক্ষদর্শীরা।
কয়েকটি বাড়িতে আগুন ধরে যাওয়ার পাশাপাশি কয়েকজন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও ক্যান্টনমেন্ট এলাকার পাশেই এই দুর্ঘটনাটি ঘটায় খুব তাড়াতাড়ি উদ্ধাার কার্যে নেমে পড়ে সেনাবাহিনী।
#Breaking; #PIA plane crash. horrible scenes as witness revealing that #Airbus 320 'hits houses. #Watch ; pic.twitter.com/b9mzgD9kTQ
— Ravinder Singh Robin ਰਵਿੰਦਰ ਸਿੰਘ راویندرسنگھ روبن (@rsrobin1) May 22, 2020
বিমানের যাত্রীদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। জানা যাচ্ছে, বিমানচালক সাজ্জাদ গুল অত্যন্ত অভিজ্ঞ। তিনি জানিয়েছিলেন যে রানওয়েতে ল্যান্ড করার সময় বিমানের একটি ইঞ্জিন বিগড়েছে।
পিআইএ-র মুখপাত্র আবদুল সাত্তার বিমান দুর্ঘটনার কথা স্বীকার করেছেন। A-320 প্লেনটি ৯৯ যাত্রী নিয়ে লাহোর থেকে করাচি যাচ্ছিল। একই সঙ্গে ছিলেন আটজন বিমানকর্মী। প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে, যে কালো ধোঁয়া বেরোচ্ছে দুর্ঘটনাস্থান থেকেই। অ্যাম্বুলেন্স ও স্থানীয় প্রশাসন ছুটে গেছে ঘটনাস্থলে সাহায্য করার জন্য।
পুরো ঘটনাটির তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
Shocked & saddened by the PIA crash. Am in touch with PIA CEO Arshad Malik, who has left for Karachi & with the rescue & relief teams on ground as this is the priority right now. Immediate inquiry will be instituted. Prayers & condolences go to families of the deceased.
— Imran Khan (@ImranKhanPTI) May 22, 2020
পিআইএ-র মুখপাত্র আবদুল সাত্তার বিমান দুর্ঘটনার কথা স্বীকার করেছেন। A-320 প্লেনটি ৯৯ যাত্রী নিয়ে লাহোর থেকে করাচি যাচ্ছিল। একই সঙ্গে ছিলেন আটজন বিমানকর্মী। প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে, যে কালো ধোঁয়া বেরোচ্ছে দুর্ঘটনাস্থান থেকেই। অ্যাম্বুলেন্স ও স্থানীয় প্রশাসন ছুটে গেছে ঘটনাস্থলে সাহায্য করার জন্য।