তালিকায় স্বজনপোষণ ও কারচুপির অভিযোগ প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ পঞ্চায়েত অফিসে

 

নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ  আমফান ঝরে সরকারি সহযোগিতার তালিকায় প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ ও কারচুপির অভিযোগ তুলে নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে মঙ্গলবার দুপুরে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ প্রধান তার নিজস্ব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠ মেম্বারদের মধ্যে আমফান ঝড়ে ক্ষতি হওয়া সরকারি সহযোগিতা পাইয়ে দিচ্ছেন। এমনকি এলাকার গরিব গ্রামবাসীদের উপেক্ষা করে ত্রিপল,শস্য বীজ সবটাই এভাবেই ভাগবাটোয়ারা করে নেওয়া হচ্ছে।
আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছিল আগেই, প্রধান উপপ্রধান বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতির সদস্য সকলে মিলেই। প্রথমে ৩৬ জনের তালিকা প্রস্তুত করার পর স্থানীয় বিডিও অফিস থেকে নির্দেশ আসে কুড়ি জনের বেশি সহযোগিতা করা যাবে না। তখন সকলের সিদ্ধান্ত অনুযায়ী নামের তালিকা প্রস্তুত করা হয়।

কিন্তু তাহলে বিক্ষোভ কেন আজ? এ বিষয়ে প্রধানের মুখ থেকে বেরিয়ে আসলো পঞ্চায়েত মেম্বারদের অন্তর্দ্বন্দ্বের কথাও। তার কথা মাত্র কুড়ি জনের সহযোগিতা মিলেছে অথচ প্রয়োজন অনুযায়ী এলাকার প্রায় ৭০ থেকে ৮০ জনকে পৌঁছাতে হবে সহযোগিতা, তাই নিজেদের ঘনিষ্ঠদের একাউন্টে টাকা ঢোকানোর পর তা তুলে নিয়ে সকলে মিলে বসে সবাইকে খুশি রাখতে হবে সবাইকে নিয়ে এমনই সিদ্ধান্ত হয়েছিল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। দীর্ঘ এক ঘন্টা আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। পঞ্চায়েত সূত্রে জানাগেছে সহযোগিতার ওই চার লক্ষ টাকা আগামী দিন জনসমক্ষে বন্টন করা হবে।