সৌভিক সরকার, ব্যারাকপুরঃ জব কার্ডের কাজ করাতে গেলে তৃণমূলের দলীয় পতাকা হাতে ধরিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার সাধনপুর পঞ্চায়েত এলাকার গজবন্দ গ্রামে ৭৩ নম্বর বুথ এলাকায় চাঞ্চল্য। এলাকায় ও থানার সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। উত্তেজিত তৃণমূল ও আহালর সমর্থকেরা।
জানা গিয়েছে, আব্বাস সিদ্দিকীর দল “আহালে সুন্নাতুল জামাতে”র সমর্থক করে শেখ মোকাদ্দেস। আজ তাঁর বাবা শাহাদাত হোসেনকে জব কার্ডের কাজ করানোর সময়ে তৃণমূলের সমর্থকরা তাঁর হাতে দলীয় পতাকা ধরিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তা নিয়ে সংঘর্ষ হয়।
উত্তেজিত জনতার ছোড়া পাথরে আহত আমডাঙা থানার আইসি দেবাশিষ চট্টরাজ-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। আটক চারজন।গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। সন্ধ্যা থেকে রাত ৮টা অবধি আমডাঙা থানা এলাকায় চলে পাথর, গুলি। পুলিশের তরফে প্রথমে রাবার বুলেটিং ও পরে কাঁদানো গ্যাসের সেল ফাটানো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন বারাসত জেলা পুলিশের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ডিএসপি রোহেদ শেখ। এখনও উত্তেজনা রয়েছে।