কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিরোধী দলনেতা স্পষ্ট করে বলেছেন, যাঁরা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তাঁরা হিংসার কথা বলেন এবং হিংসা করেন। হয়তো তাঁরা জানেন না যে, এই দেশের কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলে অভিহিত করেন। যে কোনও ধর্মের সঙ্গে হিংসাকে যুক্ত করা ভুল। ওনার ক্ষমা চাওয়া উচিত।
রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ইসলাম সম্পর্কে যাঁরা জানেন তাঁদের কাছ থেকে ‘অভয় মুদ্রা’ সম্পর্কে মতামত নেওয়া উচিত। গুরুদ্বার কমিটি থেকে গুরু নানক দেবজির ‘অভয় মুদ্রা’ সম্পর্কে মত জেনে নিন। যাঁরা অভয়ের কথা বলতেন, তাঁরা জরুরি অবস্থার সময় গোটা দেশকে ভয় পাইয়ে দিয়েছিলেন। জরুরি অবস্থার সময় দিল্লিতে দিনের আলোয় হাজার হাজার শিখ নিহত হয়েছিল। অমিত শাহ আরও বলেন, তাঁর বক্তব্যের জন্য বিরোধীদলীয় নেতার ক্ষমা চাওয়া উচিত।
#WATCH | Responding to LoP Rahul Gandhi, Union Home Minister Amit Shah in Lok Sabha says, "The Leader of Opposition has categorically said that those who call themselves Hindu talk of violence and do violence. He doesn’t know that crores of people proudly call themselves Hindu.… pic.twitter.com/yFwIsXeTN6
— ANI (@ANI) July 1, 2024
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, হিন্দুরা ভয়, হিংসা ও ঘৃণা ছড়াতে পারে না, কিন্তু বিজেপি ঘৃণা ও হিংসা ছড়ায়। যেখানেই তাঁরা (বিজেপি) ভয় ছড়াচ্ছে। অযোধ্যা দিয়ে শুরু করা যাক। একথা বলার সময় অযোধ্যায় সাংসদ অবধেশ প্রসাদের সঙ্গে হাত মেলান রাহুল গান্ধী। এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার উঠে দাঁড়িয়ে বলেন, বিরোধী নেতারা বারবার ছবি দেখিয়ে নিয়ম ভাঙছেন।
এই সময় অমিত শাহ তোপ দাগেন, জরুরি অবস্থার সময় তাঁরা গোটা দেশকে আতঙ্কিত করে তুলেছিল। অমিত শাহ আরও বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংসদদের নিয়ম উপেক্ষা করে চলেছেন। তারা এমন ছবি দেখাচ্ছে যা হিন্দু ধর্মকে অপমান করছে।