অলিম্পিকের ডালবস থেকে বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল অ্যান্ডি মারের (Andy Murray) টেনিস কেরিয়ার। ব্রিটিশ এই টেনিস আইকন ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরেছেন স্ট্রেট সেটে। ডান ইভান্সকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ এবং টম পলের বিপক্ষে মারে হেরেছেন ৬–২ ও ৬–৪ গেমে। এই হারের মধ্য দিয়ে অলিম্পিক অভিযান শেষ হলো ব্রিটেনের এই টেনিস কিংবদন্তির।
৩৭ বছর বয়সী মারে (Andy Murray) অলিম্পিক শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন প্যারিসেই টেনিস কেরিয়ারের ইতি টানবেন তিনি। বিদায় বেলায় সোনা জেতার স্বপ্ন থাকলেও, সেটি আর পাওয়া হলো না। টেনিসে তিন গ্র্যান্ড স্লামজয়ী এই ব্রিটিশ তারকা অলিম্পিকে সোনা জিতেছেন দুইবার। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এবং ২০১৬ সালে রিওতে সোনা জেতেন তিনি।
২০১৩ সালে উইম্বলডন সিঙ্গেলসে জোকোভিচকে হারিয়েই ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন মারে। তখন এই সময়ের মধ্যে উইম্বলডনে ছেলেদের সিঙ্গেলসে মারেই (Andy Murray) ছিলেন প্রথম ব্রিটিশ চ্যাম্পিয়ন। তার আগে ২০১২ সালে জিতেছিলেন ইউএস ওপেন। ২০১৬ সালে আবারও উইম্বলডন জেতেন মারে, ২০১২ লন্ডন অলিম্পিকে রজার ফেদেরারকে হারিয়ে সোনাও জেতেন। চার বছর পর রিও অলিম্পিকে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ছেলে ও মেয়েদের ইভেন্ট মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকের সিঙ্গেলসে দুটি সোনা জয়ের কীর্তি গড়েন। সব মিলিয়ে কেরিয়ারে ৪৬টি ট্রফি জিতেছেন মারে। প্রাইজমানি হিসেবে আয় করেছেন ৬ কোটি ৫০ লাখ ডলার।
বিদায়বেলায় মারেকে নিয়ে পোস্ট করেছেন বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলকারাজ লিখেছেন, ‘একই কোর্টে তোমার সঙ্গে দাঁড়ানোটা ছিল বিশেষ কিছু। কিংবদন্তিতুল্য কেরিয়ারের জন্য এবং সবার উদাহরণ হয়ে ওঠার জন্য অভিনন্দন। তুমি সব সময়ই একজন সমর্থককে পাবে এখানে।’