Argentina: বিশ্বকাপ বাছাইয়ের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা

চোটের কারণে প্রায় তিনমাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টিনার (Argentina) তারকা লিওনেল মেসি। এর ফলে সেপ্টেম্বরে আলবিসেলেস্তেদের জার্সিতে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলা হয়নি তার। ভক্তদের জন্য স্বস্তির খবর দলে ফিরেছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তবে, মেসি ফিরলেও বড় ধাক্কা খেয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা।

Lionel Messi to rest for Argentina's final Copa America group match against  Peru with leg injury | AP News

আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা (Argentina)। এর আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির চার ফুটবলার। তাদের মধ্যে অন্যতম নিকোলাস গঞ্জালেস। এই ফুটবলার চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন। জানা গেছে,  লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন তিনি। এর ফলে আগামী দুই ম্যাচে তার খেলা হচ্ছে না।

Argentina 2014 & 2022: World Cup Combined XI

চোটের তালিকায় থাকা আরেক ফুটবলার (Argentina) পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাব রোমার হয়ে অনুশীলন করতে গিয়ে মাংসপেশির চোটে পড়েন তিনি। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন তারকা খেলোয়াড় মার্কুস আকুনা। এই ডিফেন্ডারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তরুণ হুলিও সোলের। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি।

চোটের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ম্যানইউ ফুটবলার আলেহান্দ্রে গারানচোর নাম। বাম হাঁটুতে চোটে পড়েছেন তিনি। যার ফলে তিনিও এই দুই ম্যাচে অংশ নিতে পারছেন না।

Argentina into the World Cup quarter-finals - but we still don't know if  they are any good or not - The Warm-Up - Eurosport

উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা (Argentina)। আর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। দলটির বিপক্ষে তারা খেলবে ১৬ অক্টোবর। গত মাসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারের ধাক্কা সামলে পয়েন্ট টেবিলে শ্রেষ্ঠত্ব ধরে রাখাই লিওনেল স্কালোনি শিষ্যদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।