নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঙালির ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিতে চলেছেন বিজেপি শিবিরে। তাঁকে মুখ করেই নাকি ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াই করতে চাইছে বিজেপি। গত এক বছর ধরে এই নিয়ে জল্পনা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। যদিও এই নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি সৌরভ। একই অবস্থান নিয়েছে পদ্ম শিবির।
এই অবস্থায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগের জল্পনা উসকে দিলেন অরভিন্দ মেনন। বিজেপির এই জাতীয় নেতা জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়েই শুরু হয়েছে সৌরভের পদ্ম শিবিরে নাম লেখানোর জল্পনা।
বুধবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ওই দিন টুইট করে অরভিন্দ মেনন লেখেন, “সৌরভের অধিনায়কত্বের আগে ক্রিকেট কেবলমাত্র একটা খেলা ছিল। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট দল লড়াই করা শিখেছিল। প্রিন্স অফ কলকাতা এবং বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। উনিই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ‘টিম ইন্ডিয়া’ করেছিলেন।”
इनकी कैप्टेनसी से पहले तक क्रिकेट सिर्फ खेल था फिर @SGanguly99 कैप्टन बने और भारतीय क्रिकेट टीम जूझना और लड़ना सीख गई, भारतीय क्रिकेट टीम को "टीम इंडिया" बनाने वाले, बीसीसीआई के प्रमुख, प्रिंस ऑफ कोलकाता, सौरव गांगुली जी को जन्मदिवस की हार्दिक शुभकामनाएँ।#SouravGanguly pic.twitter.com/UuTmnxkkor
— Arvind Menon (@MenonArvindBJP) July 8, 2020
বিসিসিআই প্রধান এবং ভারতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা জানানো সাধারণ বিষয় হতেই পারে। কিন্তু এক্ষেত্রে তেমনটা নয়। অন্য কোনও বছরে দেখা যায়নি যে অরভিন্দ মেনন সৌরভকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই কারণেই মহারাজের বিজেপি যোগ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।