উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বুধবার। আজ শনিবার ওই চার বিধানসভা উপনির্বাচনের (Assembly Bypolls Result 2024) ফল ঘোষণা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। এই তিন কেন্দ্রে ২০২১ সালে বিজেপি জিতেছিল। মানিকতলায় জিতেছিল তৃণমূল। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবার ভোট হয়েছে।
মানিকতলায় প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছে তৃণমূল। এ ছাড়া, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে এবং সিপিএমের প্রার্থী রাজীব মজুমদার।
বাগদায় তৃণমূল প্রার্থী করেছে বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে। এ ছাড়া, ওই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন মতুয়া সম্প্রদায়ের নেতা বিনয়কুমার বিশ্বাস। বাগদায় বামেদের তরফে প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক। লড়ছেন গৌরাদিত্য বিশ্বাস।
রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীকে। বিজেপির হয়ে ওই কেন্দ্রে লড়েছেন মনোজকুমার বিশ্বাস। এ ছাড়া, রানাঘাট দক্ষিণে উপনির্বাচনে সিপিএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস।
রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর নাম কৃষ্ণ কল্যাণী। বিজেপি ওই কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে। কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্তকে।
মানিকতলায় ২০টি রাউন্ড গণনা হবে। মোট ১৪ টি টেবিল রয়েছে। ২৭৭ পোলিং বুথ ছিল। মোট ৪ টি হলে গণনা চলছে। প্রথম তিনটি হলে হবে ইভিএম গণনা। চার নম্বর হলে হবে পোস্টাল ব্যালট গণনা। প্রথম রাউন্ডে ৩১৮০ ভোট পেয়েছেন সুপ্তি পাণ্ডে, ৯২৯ ভোট পেয়েছেন কল্যাণ চৌবে। ২২৫১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। গণনার প্রাথমিক পর্যায়ে বাগদায় এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। পিছিয়ে বিজেপি। তবে ব্যবধান এখনও স্পষ্ট নয়। গণনা হচ্ছে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Assembly Bypolls Result 2024) প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী এগিয়ে রয়েছেন। পিছিয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। গণনার শুরুতে রায়গঞ্জে এগিয়ে গিয়েছে তৃণমূল। বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান তিন হাজারের বেশি। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮,৬৫৫টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৫,১৭১টি ভোট।