Attempt to murder: সুশান্তকে খুন করার পরিকল্পনা, বিহার থেকে অস্ত্র মজুত! পুলিশের জালে আরও এক

কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার (Attempt to murder) চেষ্টায় পুলিশ আর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনি থেকে মহম্মদ আলি নামের (Attempt to murder) এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। কলকাতা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি (Attempt to murder) সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্র করেছিলেন। শুধু তাই নয়, বিহার থেকে  অস্ত্র এনে তা মজুত করতেও সাহায্য করেছিলেন (Attempt to murder)।

 

প্রসঙ্গত, ১৫ নভেম্বর নিজের বাড়ির সামনেই বসে ছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। তাঁকে সেখানেই গুলি করে হত্যার চেষ্টা করা হয়। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। জানা যায়, অভিযুক্ত কিশোরের নাম যুবরাজ সিং। অভিযুক্তের বয়স মাত্র ১৭ বছর। তাকে জেরা করেই প্রথমে উঠে আসে গুলজারের নাম। সেখান থেকেই সূত্র ধরে আলির নাম তদন্তকারী আধিকারিকদের সামনে এসেছে। ১৭ বছরের ওই অভিযুক্ত বিহারের বাসিন্দা। সেখান থেকেই সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্রের সঙ্গে বিহার যোগের প্রসঙ্গ উঠে আসে। পুলিশের তরফে জানানো হয়, এই হত্যার প্রধান ষড়যন্ত্রকারী গুলজার। গুলজারই সুশান্তকে খুন করার পরিকল্পনা করেন। কিন্তু তা বাস্তবায়িত করতে বিহারে তাঁর এক পরিচিতের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই ব্যক্তির সাহায্যেই ‘শুটার’ ভাড়া থেকে শুরু করে অস্ত্র জোগাড় করেন গুলজার।

পুলিশের তরফে জানানো হয়েছে, সুশান্তকে খুন করতে বিহার থেকে অস্ত্র আনা হয়েছিল। গুলজারের পরিচিত এক ব্যক্তির সাহায্যে শুটার ভাড়া করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলি বিহার থেকে আনা অস্ত্র রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। খুনের পরিকল্পনা বাস্তবায়িত করতে সব ধরনের সাহায্য করেছিলেন এই আলি।

কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ আলি ছাড়াও আরও চার জনকে গ্রেফতার করেছে। যুবরাজ, গুলজার ছাড়াও এক ট্যাক্সি চালককে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ফুলকুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আরও অনেকে সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।