বাইশ গজে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাবর আজমের (Babar Azam)। লাল বল থেকে সাদা বলের ক্রিকেট—কোথাও নেই সাফল্য। এমনকি তিন ফরম্যাট মিলিয়ে সবশেষ ৩৫ ইনিংসেই নেই কোনো সেঞ্চুরি। বিশেষ করে তাঁর টেস্ট পারফর্ম আরও ডোবাচ্ছে পাকিস্তানকে। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও একেবারে চুপ হয়ে ছিল বাবরের ব্যাট।
লাগাতার খারাপ পারফর্ম নিয়ে তুমুল সমালোচিত হচ্ছেন বাবর (Babar Azam)। ভক্তদের থেকে শুরু করে ছেড়ে কথা বলছেন না প্রাক্তন ক্রিকেটাররাও। এমন পরিস্থিতিতে ফর্মে ফেরার জন্য ভিন্ন পরামর্শ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। রানে ফেরার জন্য ২৯ বছরের এই ক্রিকেটারকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন বাসিত।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে (Babar Azam) বলেছেন, ‘বাবর আজম, তোমার মা–বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। বাবরের মা–বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন। বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই, ভাই বিয়ে করে ফেলো। তোমার যথেষ্ট বয়স হয়েছে।’
বাবরকে পরামর্শ দেওয়ার পাশাপাশি পাকিস্তান (Babar Azam) দলের সমালোচনা করেছেন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের দল পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক। বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলো।’