নিউজ ডেস্ক: স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে শুক্রবার অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারিতেও কোর্ট স্থগিতাদেশ জারি করেছে মধ্যপ্রদেশ সরকারের উপর। একটি শো-এ হিন্দু দেবদেবীদের অসম্মানের অভিযোগে মাসখানেকের উপর জেলবন্দি ফারুকি। কমেডিয়ানের আবেদন মেনে মধ্যপ্রদেশ সরকারকে এফআইআর খারিজেরও নির্দেশ দিয়েছে আদালত। পদ্ধতি মেনে সেটি করা হয়নি বলে সহমত হয়েছে আদালত।
এর আগে তিন বার জামিন নাকচ হয়েছে ফারুকির। মধ্যপ্রদেশ হাইকোর্ট তাঁকে জামিন দিতে অস্বীকার করে গত ২৮ জানুয়ারি। ফারুকি ছাড়াও চারজনকে এক বিজেপি বিধায়কের ছেলের নালিশের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তাঁরা হিন্দু দেবদেবীদের সম্পর্কে অশোভন ও অসম্মানজনক রসিকতা করেছেন। অসম্মান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। অভিযোগ অস্বীকার করে ফারুকির আইনজীবী জানান, তাঁর মক্কেল এমন কোনও কাজ করেননি। তারপরেও অবশ্য তদন্তের স্বার্থে সে দিন জামিন নাকচ করে মধ্যপ্রদেশ হাইকোর্ট।