হুগলি: বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক তার ছিঁড়ে বেশ কয়েক ঘন্টা স্তব্ধ ছিল হাওড়া ব্যান্ডেল (Bandel) শাখার ট্রেন চলাচল। তবে সেই ক্ষোভর আচঁ এসে পড়ল ব্যান্ডেল স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টারে! রেল সূত্রে খবর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ১নম্বর টিকিট কাউন্টারে যাত্রীদের চাপ ক্রমশ বাড়তে থাকে। এদিন বিকেলে চার থেকে পাঁচ মত্ত যুবক হঠাৎ টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা যাত্রীদের টপকে সামনে আসে আগে টিকিট কাটবে বলে। তারপর রেলকর্মীর সাথে প্রথমে বচসা পরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। টিকিট কাউন্টারে কর্তব্যরত অবস্থায় ছিলেন ঋত্বিক সরকার নামে এক রেলকর্মী। তাকে ঘিরে রীতিমতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে মত্ত যুবকদের বিরুদ্ধে।
উত্তেজনা সামাল দিতে ছুটে আসে রাজু দাস নামে এক আরপিএফ জওয়ান। তার উপরও হামলা হয় বলে অভিযোগ। ধস্তাধস্তিতে ছিঁড়ে গেছে জওয়ানের পোশাক।ঘটনায় আপাতত দুজনকে গ্রেফতার করেছে রেলপুলিশ। ইতিমধ্যে ঘটনায় জড়িতদের উদ্দেশ্যে শুরু হয়েছে তল্লাশি।
টিকিট কাউন্টারে কর্তব্যরত রেলকর্মী ঋত্বিক সরকারের দাবি ট্রেন চলাচল সকাল সাড়ে ১১টায় স্বাভাবিক হওয়ার পর থেকে কাউন্টারে যাত্রীদের চাপ ক্রমশ বাড়তে থাকে। শেষ হয়ে যায় ট্রেনের পর্যাপ্ত টিকিট। টিকিট রোল পরিবর্তনের সময় আচমকা হামলা চালায় বেশ কয়েক জন যুবক। বিষয়টি বুঝিয়ে বললেও তারা সে কথা কর্নপাত করেনি।
তবে সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে যাত্রী হয়রানি হলেও বিকেলে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠে এল একাধিক প্রশ্ন।