শনিবার সকালে ডাউন মাঝেরহাট লোকাল বনগাঁ (Bangaon) স্টেশন ছেড়ে যাওয়ার পর বনগাঁ স্টেশন ঢুকতে রেল লাইনে ফাঁটলের দৃশ্য চোখে পরে রেলকর্মীদের। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তড়িঘড়ি বন্ধ রাখা হয় আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা। যার জেরে সপ্তাহ শেষে ভোগান্তির মুখে পড়ে ট্রেনযাত্রী।
ঘটনাস্থলে (Bangaon) উপস্থিত হয়েছে রেলের আধিকারিক। মিলেছে দ্রুত লাইন মেরামত করে স্বাভাবিক ছন্দে ট্রেন চলাচলের আশ্বাস।
তবে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করে বেজায় চটেছেন নিত্যযাত্রীরা। কলকাতায় চাকরিরত সমরেশ বিশ্বাস বলেন, বনগাঁ(Bangaon) স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বিঘ্নিত। কখন তা স্বাভাবিক হবে বলতে পারছে না কেউ। মাঝে মধ্যেই সময় মেনে চলাচল করে না ট্রেন। যার জেরে প্রায়ই সমস্যায় পড়তে হয়। তার উপর আজ লাইনে ফাঁটল অফিসে যাওয়া হবে কিনা তা অনিশ্চিত।