Homeদেশের খবরভাইজান আব্বাস সিদ্দিকীর নয়া রাজনৈতিক দল নিয়ে মুখ খুলল বাংলাপক্ষ

ভাইজান আব্বাস সিদ্দিকীর নয়া রাজনৈতিক দল নিয়ে মুখ খুলল বাংলাপক্ষ

Published on

নিউজ ডেস্ক, কলকাতাঃ  আগামী বছর অর্থাৎ ২০২১-এ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর ওই নির্বাচনে নয়া রাজনৈতিক দল গড়ে লড়াই করতে চলেছেন ভাইজান।দলিত, আদিবাসী এবং মুসলিমদের নিয়ে সংগঠন গড়ছেন বলে তাঁর দাবী । শুধু তাই নয়, চলতি বছরেই নাকি সেই দলের আত্মপ্রকাশ ঘটবে।

কে সেই ভাইজান ?

না বলিউডের কোনও চিত্ররারকা নয়, তিনি হলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী।  এই নয়া রাজনৈতিক দল নিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে বাঙালিদের সচেতন থাকার বার্তা দিল বাংলাপক্ষ।

ভারতের জাতীয়রাবাদী সংগঠনের পক্ষ থেকে কৌশিক মাইতি বলেছেন, “বাংলায় একদল হিন্দু-হিন্দু ভাই ভাই করে। আর আরেক দল মুসলমান-মুসলমান ভাই ভাই করছে। এভাবে বহিরাগত শক্তিকে এগিয়ে আনতে সাহায্য করার পরিকল্পনা করেছে। বাংলাপক্ষ এদের সর্বাত্মকভাবে বিরোধিতা করছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “আমরা চাই বাঙালির স্বার্থে বাঙালিকে কোনও ভাবেই যেন ভাগ করা না হয়।”

আব্বাস সিদ্দিকীর দল নির্বাচনে লড়াই করলে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাবে। যার ফলে পদ্ম শিবির শক্তি পেয়ে লাভবান হবে বলেই করছেন কৌশিক মাইতি। যদিও বিজেপির নাম উল্লেখ না করে ‘বহিরাগত’ বলেছেন তিনি। এই প্রকারের রাজনৈতিক দলের থেকে বাঙালি দূরে থাকবে বলেই দাবি করেছেন কৌশিক। তাঁর কথায়, “যারা বহিরাগত শক্তিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে, বাঙালি তাঁদের থেকে ১০০ হাত দূরে থাকবে এবং সচেতন থাকবে।”

গত রবিবার প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে নয়া রাজনৈতিক দল গড়ার এবং নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেছেন, “আগামী নির্বাচনে রাজ্যে যদি দল ক্ষমতায় আসে তবে দলিত অথবা আদিবাসী সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হবে এবং মুসলিম সম্প্রদায় থেকেই যোগ্যতম ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে।”

এই প্রসঙ্গে বাংলাপক্ষের নেতা কৌশিক মাইতি বলেছেন, “আসাদুদ্দিন ওয়াইসিও একই কথা বলেন। কিন্তু তাঁর দল কখনই দলিত বা আদিবাসীদের দল নয়। সেটা সম্পূর্ণভাবে মুসলিমদের সংগঠন। সেটা তাঁর দলের সভা বা মিছিল অংস নেওয়া লোকেদের দেখলেই বোঝা যায়।” একই সঙ্গে কৌশিক আরও বলেছেন, “আব্বাস সিদ্দিকীর মিটিং বা মিছিলেও কারা যায় সেটা সবাই দেখতে পায়। তাঁর সভায় উপস্থিতির এক শতাংশও দলিত বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ নয়। আব্বাস সিদ্দিকীর লোক কারা সেটাও সবাই জানে।”

দীর্ঘ দিন ধরেই রাজ্যের নির্বাচনে লড়ার কথা বলছেন ভাইজান আব্বাস সিদ্দিকী। রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। তবে সেই জোটের ক্ষেত্রে শর্ত দিয়েছেন আব্বাস। তিনি জানিয়েছিলেন যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ৪০ আসনে প্রার্থী দেবে তাঁর দল। সেখানে তৃণমূল প্রার্থী দিতে পারবে না। এই শর্ত মানলে রাজ্যের বাকি ২৫৪ তৃণমূলের হয়ে কাজ করবে তাঁর অনুগামীরা। অন্যথায় রাজ্যের সকল আসনেই প্রার্থী দেবেন আব্বাস ভাইজান। যদিও তা আর হচ্ছে না। পৃথক দল চালু করছেন তিনি।

Latest News

Maharashtra Election: সোশ্যাল মিডিয়ায় ৫ মিলিয়ন ফলোয়ার, পেলেন মাত্র ১৫৫ ভোট! লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন, ‘সবকিছুই ইভিএম-এর খেলা…’

রিয়েলিটি শো 'বিগ বস’-এর মাধ্যমে নিজের পরিচয় তৈরি করা অভিনেতা এজাজ খান (Azaj Khan)...

Elon Musk: ৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বজুড়ে শোনা যাচ্ছে ইলন মাস্কের (Elon Musk) ডঙ্কা। ৫ নভেম্বর...

Maharashtra Election: স্বরা ভাস্করের স্বামী ফাহাদ পরাজিত, ইভিএমকে দোষারোপ করলেন অভিনেত্রী

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election) ভোট গণনা প্রায় শেষের পর্যায়ে। বেশ কয়েক দফা ভোট...

Maharashtra Election: মহারাষ্ট্রের ভোটে স্বপ্নভঙ্গ আসাদউদ্দিন ওয়েইসির, ১% ভোটও পায়নি এআইএমআইএম

২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election) ফলাফল আসাদউদ্দিন ওয়েইসির  (Asaduddin Owaisi) স্বপ্নে জল...

More like this

Dilip Ghosh: অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে বড় নেতা! দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে অস্বস্তিতে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রের সব কটিতেই তৃণমূলের দখলে (Dilip Ghosh)। এমনকী বিজেপির মাদারিহাট...

Police: শুদ্ধিকরণের পথে আরও এক ধাপ এগোল পুলিশ! কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল আইসি পার্থ ঘোষকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তার পর একের পর এক পুলিশ (Police) আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া...

Kanti Ganguly: বাইপাসের ধারে বেশিরভাগ জলাজমি নিয়ে দু্র্নীতি বাম আমলের! কুণাল ঘোষের মন্তব্যে সরব কান্তি গঙ্গোপাধ্যায়

কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর উঠে আসছে বিঘার পর বিঘা জলাজমি দখলের লড়াইয়ের তত্ত্ব। ...