22 C
New York
Wednesday, November 27, 2024
Homeজেলার খবরPurba Medinipur:বাংলাদেশের নিষিদ্ধ ওষুধ রাজ্যের সরকারি হাসপাতালে দেওয়ার অভিযোগ

Purba Medinipur:বাংলাদেশের নিষিদ্ধ ওষুধ রাজ্যের সরকারি হাসপাতালে দেওয়ার অভিযোগ

Published on

spot_img

 

সঞ্জয় কাপরি,পূর্ব মেদিনীপুর: বাংলাদেশে যে ওষুধ ক্রয় ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ, সেই ওষুধ দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার একটি সরকারি হাসপাতালে।

 

হাসপাতালের বহিঃবিভাগ থেকে রোগীদের এমন ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে।  হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, তারাই নাকি দিনের পর দিন, মাসের পর মাস ধরে এভাবেই বাংলাদেশের ওষুধ রোগীদের প্রেসক্রাইব করে দিচ্ছেন।

‘ডক্সিসাইক্লিন’ নামে ওই ক্যাপসুলের পাতার ওপরই লেখারয়েছে-‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’। ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি হল বগুড়ার এসেনসিয়াল ড্রাগস কোং লি.। এই ওষুধটি মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসা করতে ব্যবহৃত হয়ে থাকে।

আজ মঙ্গলবার বিষয়টি সামনে আসতেই শোরগোল পরে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। কিভাবে বাংলাদেশ সরকারি ওষুধ অন্য রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে তা অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রায়শই বলতে শোনা যায় যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, ওড়িষ্যা, ঝাড়খন্ড থেকে সেখানকার বাসিন্দারা এ রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। এমনকি বাংলাদেশ থেকেও রোগীরা কলকাতায় এসে সরকারি চিকিৎসা গ্রহণ করেন বলেও জানিয়েছিলেন মমতা। সেখানে কিভাবে বাংলাদেশ সরকারের অবিক্রয় যোগ্য ওষুধ পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে বিতরণ করা হচ্ছে? সেই প্রশ্নটিই এখন বড় হয়ে উঠেছে।

অভিযোগ সামনে আসার পরই নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য ভবন। এ ব্যাপারে পূর্ব মেদিনীপুর জেলার জেলা প্রশাসক পূর্ণেন্দু মাঝি জানান, বিষয়টি সামনে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের তরফে একটি যৌথ তদন্ত কমিটি করা হয়েছে। কিভাবে ওই ওষুধ এখানকার হাসপাতালের স্টোরে এসে পৌঁছালো তা দেখার নির্দেশ দেয়া হয়েছে।

যদিও সূত্রে খবর, সরকারিভাবেই কলকাতার স্টোর থেকে নাকি ওই ওষুধ জেলা হাসপাতালের পাঠানো হয়েছে।গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসক দেখানোর পর রোগীরা স্টোরে বিনামূল্যের ওষুধ সংগ্রহ করতে গেলে সেখান থেকে দেওয়া হচ্ছিল বাংলাদেশি ওষুধ।

কাঁথি মহকুমা হাসপাতালের চিকিৎসক অনির্বাণ চৌধুরীর এমন একটি প্রেসক্রিপশনই এদিন ভাইরাল হয়ে যায়। সেখানে রোগীকে হাসপাতালে কাউন্টার থেকে ‘ডক্সিসাইক্লিন’ ওষুধটি নিতে বলা হয়।  কিন্তু ওই কাউন্টার থেকে যে ‘ডক্সিসাইক্লিন’ ক্যাপসুলটি দেওয়া হয় সেটি আদতে একটি বাংলাদেশি ওষুধ।

এদিকে, বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক ভাবেও একে কাজে লাগাতে মরিয়া রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, এ ঘটনা অতীতে কখনও ঘটেনি। ভারত যেখানে সারা বিশ্বে ওষুধ রপ্তানি করে, সেখানে কী ভাবে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্টোরে বাংলাদেশি ওষুধ আসলো, তার প্রকৃত কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি করেছেন তিনি। ওই ওষুধ বাংলাদেশ থেকে বৈধভাবে এসেছে নাকি অবৈধভাবে তা জানা প্রয়োজন বলে মনে করেন শুভেন্দু।

যদিও একটি সূত্র বলছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশ সরকারের তরফে একটা বিশাল পরিমাণ ওষুধ সরবরাহ করা হয়েছিল। সেই ওষুধের একটা বড় অংশ ছিল রাজ্যের মেডিসিন স্টোরে। ভুলক্রমে সেই ওষুধও পাঠানো হতে পারে ওই হাসপাতালে।

Latest articles

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ! অধ্যাপকের কেবিলে তালা ঝোলাল পড়ুয়ারা

মাস কমিউনিকেশনের বিভাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। পরীক্ষার খাতা না...

Partha Chaterjee: জামিন পেতে মরিয়া পার্থ! সমস্ত দোষ দিলেন অর্পিতার ঘাড়ে

জামিন পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। নিয়োগ মামলায় একের পর এক...

Humayun Kabir: শোকজ হুমায়ুন কবীরকে! তারপরেও বিস্ফোরক হুমায়ুন কবীর

বার বার বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun...

BJP: আর্থিক প্রতারণার অভিযোগ! দলের পদ থেকে সরানো হলো নবারুন নায়েককে

পুলিশ ইতিমধ্যে আর্থিক প্রতারণার দায়ে বিজেপি (BJP) নেতা নবারুণ নায়েককে গ্রেফতার করেছে। তার ২৪...

More like this

ICC Rankings: জসপ্রিত বুমরাহ বিশ্বের এক নম্বর বোলার! বিরাট নয়, রুটের প্রতিদ্বন্দ্বী ২২ বছরের ব্যাটসম্যান!

পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতেছে ভারতীয় ক্রিকেট দল। দলের অধিনায়ক ছিলেন জসপ্রিত...

Champions Trophy: পাকিস্তানকে ৭২ ঘণ্টার আলটিমেটাম! বড় পদক্ষেপ নেবে আইসিসি

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

ICC test Rankings: নাম্বার ওয়ান হওয়ার খুব কাছে যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়া সিরিজেই বিশ্বের সেরা হওয়ার হাতছানি

ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে (ICC test Rankings) উল্লেখযোগ্য উন্নতি...