Bangladesh Crisis: নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের শপথ আজ

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের (Bangladesh Crisis) অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে আজ রাত ৮টায়। গতকাল এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন।

Bangladesh crisis: Muhammad Yunus, head of interim govt, acquitted in labour law violation case - BusinessToday

সেনাপ্রধান বলেন, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। সেটি সম্ভব হচ্ছে না। কারণ, ড. মহম্মদ ইউনূস ২টা ১০ মিনিটের দিকে দেশে পদার্পণ করবেন। এর পরপরই আয়োজন করা কঠিন। এ জন্য রাত ৮টার দিকে শপথগ্রহণের (Bangladesh Crisis) আয়োজন করা হতে পারে। শপথগ্রহণ অনুষ্ঠানে খুব বেশি অতিথির উপস্থিতি থাকবে না বলেই ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান।

অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত ১৫ জনের মতো হতে পারে। তারপরও দুই-একজন যোগ হতে পারেন। তিনি আরও বলেন, ড. মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী (Bangladesh Crisis) ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১০ থেকে ১৫ জনের একটি তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদের সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে চূড়ান্ত না হওয়ায় তা প্রকাশ করেননি তারা। সূত্র জানিয়েছে, ড. ইউনূসের পক্ষ থেকে একটি তালিকা দেওয়া হয়েছে। সমন্বয়কদের নিজেদেরও একটি তালিকা আছে। এ ছাড়া বিভিন্ন মাধ্যম থেকে আরও কয়েকটি তালিকা এসেছে। ড. ইউনূস দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।