বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি উত্তাল। বাংলাদেশে (Bangladesh)আইনের শৃঙ্খলা নেই বললেই চলে। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে একাধিক বাংলাদেশী (Bangladesh) নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অবৈধ বাংলাদেশী (Bangladesh) শরণার্থীদের থেকেই জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলেছে গোয়েন্দাদের। কিন্তু সেই জাল (Bangladesh) পাসপোর্ট চক্রের আড়ালেই অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে মানবপাচার চক্র। দত্তপুকুর থেকে গ্রেফতার হওয়া জাল পাসপোর্ট চক্রের অন্যতম চক্রী মোক্তার আলমকে গ্রেফতারের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যা প্রশাসনের চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
জাল পাসপোর্ট চক্রের তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। ভুয়ো পাসপোর্ট তৈরির ক্ষেত্রে অনেক মহিলার নাম ছিল। সেক্ষেত্রে গোয়েন্দারা মনে করছেন, এই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিংয়ের যোগ রয়েছে। আলিপুর আদালতে এই সম্ভাবনা কথা পুলিশ ধরে দিয়েছে। পুলিশের এই সম্ভাবনা প্রকাশ পাওয়ার পরেই তীব্র বিস্ময় প্রকাশ করেছেন এসিজিএম। বাংলাদেশ থেকে অবৈধ ভাবে যে সব নাগরিকদের নিয়ে আসা হত, অবৈধ উপায়ে তাঁদের ভারতীয় নথি তৈরি করে দেওয়া হত, এই গোটা প্রক্রিয়াটি একটা প্যাকেজ সিস্টেমে হত। ৪-৫ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হত। মানবপাচার চক্রের যোগসূত্র থাকার যে সম্ভাবনা সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন বিচারক।
অন্যদিকে, বাংলাদেশি এক জঙ্গির নাম ভোটার তালিকায় পাওয়া গিয়েছে। যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। ধৃত বাংলাদেশি জঙ্গির নাম হরিহরপাড়ার কেদারতলার ভোটার তালিকা থেকে নাম কাটানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর শাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জমা পড়ে বিএলওর কাছে। সেই বিষয়ে তদন্ত শুরু হয়। । সেই তদন্তের রিপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রারের কাছে জমা পড়েছে।তবে এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছিল, দেশজুড়ে গত ১২ নভেম্বর থেকে ভোটার তালিকার নাম সংযোজন, নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছিল। তখন শাব শেখের নাম বাতিল করার প্রস্তাব আসে। ৭ নম্বর ফর্ম জমা পড়ে। তবে সেটা এখনও কার্যকর হায়নি। মনে করা হচ্ছে, আগামী জানুয়ারি মাসে যে ভোটার তালিকা তৈরি হবে, সেখানেও এই বাংলাদেশি জঙ্গির নাম থেকে যাবে।