বাংলাদেশ (Bangladesh) যেভাবে এগোচ্ছে, যে কোনওদিন তারা মুর্শিদাবাদ নিজেদের বলে দাবি করতে পারেন। নিজের আশঙ্কার (Bangladesh) কথা তুলে ধরলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের (Bangladesh) মৌলবাদ, পাকিস্তান, চিন সঙ্গে। দেখে হয়তো মনে হচ্ছে, একটা ছোট্ট জায়গা, চিন্ময়কৃষ্ণ দাসের। কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ।”
ভারত যেদি স্বাধীন হয়েছিল, সেই দিন মুর্শিদাবাদ স্বাধীন হয়নি। তার দুদিন পরে মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলমান। তাঁরা আওয়াজ তুলতেই পারেন বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আশঙ্কা করছেন। সংবাদিক সম্মেলনে সেই আশঙ্কার কথা তুলে ধরে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আগামী দিনে তো বলতে পারে, মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলমান। আওয়াজ উঠাচ্ছে। ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের অতিরিক্ত অংশ, এই দাবি আসবেই আসবে। অন্য যুক্তিতে দাবি করবে। বাংলাদেশের তরফ থেকে বাংলায় মৌলবাদীদের প্রভাব পতিপত্তি বাড়বে।” এদিন তিনি বাংলাদেশে হিন্দু নির্যাতনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। সংসদেও একথা অনেকবার বলেছি। ভারতবর্ষের নেতা বিপদের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশে। ভারত-বাংলার সরকার রাজনীতি ছেড়ে মানুষের কথা ভাবুন। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। বাংলাদেশে যেভাবে পপুলেশন বাড়ছে, তাতে এ আশঙ্কা প্রবল।দেখে হয়তো মনে হচ্ছে, একটা ছোট্ট জায়গা, চিন্ময়কৃষ্ণ দাসের। কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ। ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ। ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে। মুর্শিদাবাদ দাবি করবে, মালদহ দাবি করবে।”
শেখ হাসিনা সরকারে পতনের পর থেকে বাংলাদেশে অরাজকতর সৃষ্টি হয়েছে। খুন, হিংসা, হানাহানি বাংলাদেশে প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে।