বাংলাকে কেন্দ্র করে ক্রমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দাদের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে (Bangladesh)। আনসার উল্লা বাংলা টিমের ৮ সদস্যকে জেরা করে এমনই তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে (Bangladesh)। বাংলাদেশ থেকে (Bangladesh) নেপাল থেকে উত্তর বাংলার চিকেন নেকের পথ ধরে অস্ত্র পাচারের পরিকল্পনা করছে জঙ্গিরা বলে গোয়েন্দারা জানতে পেরেছে। বেশ কিছুদিন ধরেই এই অস্ত্র পাচার চলছিল। এই পথ ধরেই পাকিস্তান থেকে নেপাল হয়ে বাংলাদেশ, অসম ও পশ্চিমবঙ্গে অস্ত্র পাচার করা হতো বলে জানা গিয়েছে।
গোয়েন্দা সূত্রের খবর, পাক হ্যান্ডেলারের মাধ্যমে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ফালাকাটায় পর পর বৈঠকে বসেছিল ধৃত মুজিবর ও নুর ইসলাম। গোয়েন্দারা জানিয়েছে, ফালাকাটায় নতুন করে স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেবল অস্ত্র নয়, জঙ্গিদের যাতায়ত মসৃণ করতে নেপাল থেকে চিকেন নেক হয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করা হচ্ছে। এই মডিউলের মূল লক্ষ্যই ছিল বাংলা ও অসমে চূড়ান্ত বিশৃঙ্খলা ও একাধিক ঘটনা ঘটিয়ে অশান্তির আবহ তৈরি করা। সেই কারণেই পশ্চিমবঙ্গ ও আসামে অস্ত্র পাচার করা হতো। সমস্ত কাজ নেপালের মাধ্যমেই হতো। পশ্চিমবঙ্গে ও আসামে হত্যার পরিকল্পনা ছিল। কিন্তু কাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, সেই বিষয়ে গোয়েন্দাদের তরফে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সেই কারণে জায়গা বেছে বেছে অস্ত্র পাচার করা হতো। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তান থেকে নেপাল হয়ে চিকেন নেক হয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা কার্যত নষ্ট হয়ে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতায়।
বাংলাদেশ থেকে একের পর এক সন্দেহভাজন ভারতে প্রবেশ করছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে সন্দেহ ভাজন প্রবেশের সংখ্যা বেড়ে গিয়েছে। অন্যদিকে, চট্টগ্রামে একের পর এক পাকিস্তানের জাহাজ নোঙর করেছে। কিন্তু সেই জাহাজে কন্টেনারে পাকিস্তান থেকে বাংলাদেশে কী প্রবেশ করছে, সেই নিয়ে ভারতীয় গোয়েন্দারা চিন্তায় রয়েছে।