অশান্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে (Bangladesh) বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শুধু সংখ্যালঘুদের ওপর অত্যাচার নয়, খুন, অরাজকতা সব লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। ইতিমধ্যে যে কোনও সীমান্ত সীল হতে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কে বাংলাদেশীরা (Bangladesh) পেট্রোপল সীমান্তে ভিড় করতে শুরু করেছেন। দেশে গেলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কার্যত সেই আতঙ্কে ভারতে এসেছিলেন। এখন সীমান্ত বন্ধের (Bangladesh) আতঙ্কে ফের দেশে ফেরার তাড়া দেখা দিয়েছে বাংলাদেশী নাগরিকদের মধ্যে। পেট্রোপোল সীমান্ত বাংলাদেশীদের ভিড় ক্রমেই বাড়ছে।
কেউ এসেছিলেন ভারতে এসেছিলেন আত্মীয়ের বাড়িতে। কেউ বা এসেছিলেন কলকাতায় চিকিৎসা করাতে। ভারতে থেকেই তাঁরা বাংলাদেশের পরিস্থিতিতে সম্পর্কে জানতে পারেন। বুঝতে পারেন, ক্রমাগত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। যে কোনও মুহূর্তে সীমান্ত বন্ধ হতে পারে বলে ভারতে থাকা বাংলাদেশীরা আতঙ্কিত হতে শুরু করেন। তার জেরেই বাংলাদেশে ফেরার তাড়া দেখা দিয়েছে সে দেশের নাগরিকদের। তবে নিজের দেশে ফেরার পরেও কতটা সুরক্ষিত থাকবেন তাঁরা সেই নিয়ে প্রশ্ন উঠছে তাঁদের মনেই। সাংবাদমাধ্যের সামনে সীমান্তে অপেক্ষা করা বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক মুখ খুলেছেন।
সংবাদমাধ্যমের সামনে কেউ কেউ আশঙ্কা করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার পরে জবাই করে দেবে না তো? কিন্তু সবথেকে বড় কথা হল সেটা তো তাদের নিজের দেশ। সেখানে তো ফিরতেই হবে। সেকারণেই তাঁরা এবার ফিরতে চান সেখানে। কিন্তু সেই দেশ কতটা নিরাপদ তাঁদের কাছে এটাও বুঝতে পারছেন না। সীমান্তে অপেক্ষা করা বাংলাদেশের একাংশ বলেন, কোনও খবর সেভাবে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি না, সেখানে কী হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে পরিস্থিতিতে আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশের সংখ্যালঘুরা বার বার প্রতিবাদ দেখাতে থাকেন। ভারতের তরফে বাংলাদেশকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।