হিংসার আগুনে উত্তাল বাংলাদেশ (Bangladesh Violence)। হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনে নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে। সেই আবহে বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিলেন খালেদা পন্থী বিএনপির যুগ্মসচিব রহুল কবীর রিজভি (Ruhul Kabir Rizvi)।
সোমবার বিধানসভায় দাঁড়িয়ে পালটা বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন ‘ যাঁরা বলছেন দখল করবেন , তাঁরা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব। আপনাদের সেই ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব’।
প্রসঙ্গত কিছু আগে বিস্ফোরক বক্তব্য শোনা যায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীর গলায়। তিনি চার দিনেই মধ্য কলকাতা দখলের ডাক দেন। যা নিয়ে ওঠে বিস্তর সমালোচনার ঝড়। গত শনিবার বিএনপি যুগ্মসচিব রহুল কবীর রিজভির বক্তব্যে রীতিমতো তাজ্জব সকলে। হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন ‘ যদি ভাবেন হাসিনার পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা- বিহার ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা ন্যায্য অধিকার’। বাংলাদেশের (Bangladesh Violence) এহেন বক্তব্যে ফের নিন্দার ঝড় ভারত জুড়ে।