22 C
New York
Monday, December 30, 2024
HomeবাংলাদেশBangladesh: প্রধানমন্ত্রীর আনারস ও ড্রাগন ফল পাঠালেন ত্রিপুরা ও মিজোরামের মূখ্যমন্ত্রী

Bangladesh: প্রধানমন্ত্রীর আনারস ও ড্রাগন ফল পাঠালেন ত্রিপুরা ও মিজোরামের মূখ্যমন্ত্রী

Published on

আবু আলী, ঢাকা:  ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউভেরাইটি জাতের আনারস পাঠিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়। অন্যদিকে মিজোরামের মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ১০০ কেজি ড্রাগন ফল পাঠিয়েছেন।

ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার একটি বাগান থেকে মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানিক সাহার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক দীপক বৈদ্যের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসে। ১০০টি কার্টনে মোট ৭৫০ কেজি আনারস ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের অ্যাটাচে মণীশ সিংয়ের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন উপহারের আনারসগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। এর আগে গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৮০০ কেজি আম্রপালি জাতের আম পাঠিয়েছিলেন।

ত্রিপুরার ফ্রুট কালচারের সহকারী পরিচালক দীপক বৈদ্য বলেন, ‘দুই দেশের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্তের বহিঃপ্রকাশ হচ্ছে হচ্ছে ফল আদান-প্রদান। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারস পাঠাচ্ছেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। আমরা এ আনারস পাঠিয়ে গর্ববোধ করছি। আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে।’

আনারসগুলো হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আনিসুল হক ভূঁইয়া, আগরতলা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রাণেশ ধর, ত্রিপুরার ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ শিং, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবু বক্কর প্রমুখ।

অন্যদিকে মিজোরামের মূখ্যমন্ত্রীর উপহারের ১০০ কেজি ড্রাগন ফল গোহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর কাছে হস্তান্তর করেন মিজোরামের মূখ্যমন্ত্রীর ডেপুটি রেসিডেন্ট কমিশনার ড. মালসালুয়াঙ্গু। এর আগে মিজোরামের মূখ্যমন্ত্রীর জন্য ২০০ কেজি আম রূপালী উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Latest articles

Shehbaz-Nawaz criticised: মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানান নি শেহবাজ-নওয়াজ, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের তোপের মুখে শরিফ ভাইয়েরা

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক প্রকাশ না করার...

Delhi Politics: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাকে অস্থায়ী বলেছেন, এটি একটি অপমান’, অতিশীকে চিঠি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

দিল্লির (Delhi Politics) লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে চিঠি লিখেছেন। তাঁর...

Pawan Kalyan On Allu Arjun: ‘তেলেঙ্গানা পুলিশের কোনও দোষ নেই’, আল্লু অর্জুনের গ্রেপ্তারের বিষয়ে বয়ান দিলেন পবন কল্যাণ

অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ (Pawan Kalyan On Allu Arjun) বলেছেন, আইন সকলের জন্য সমান...

Rahul Gandhi: রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে তোলপাড়, প্রশ্ন তুলল বিজেপি

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে দেশ যখন শোকাহত, তখনও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul...

More like this

Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ, দিল্লিকে কূটনৈতিক নোট পাঠাল ঢাকা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Haseena) প্রত্যর্পণের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের...

Bangladesh Election: কবে বাংলাদেশের নির্বাচন? টেলিভিশন লাইভে ইঙ্গিত দিলেন ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশে সাধারণ নির্বাচনের (Bangladesh Election) বিষয়ে একটি...

Bangladesh Violence: বাংলাদেশের আদালতে সন্ত চিন্ময় মামলার আরেকটি আবেদন, জেনে নিন বিষয়টি কী?

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সাধক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের  (Bangladesh Violence) মামলায় গ্রেপ্তার করা হয়েছে।...