22 C
New York
Saturday, December 21, 2024
Homeবাংলাদেশজলবায়ু পরিবর্তন মােকাবিলায় বাংলাদেশ বিশ্বে রােল মডেল: মোঃ শাহাব উদ্দিন

জলবায়ু পরিবর্তন মােকাবিলায় বাংলাদেশ বিশ্বে রােল মডেল: মোঃ শাহাব উদ্দিন

Published on

আবু আলী, ঢাকা: বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মােকাবিলায় বাংলাদেশ বিশ্বের রােল মডেল।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মােকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, দেশকে “ক্লিন ও গ্রিন” করার লক্ষ্যপূরণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে গঠিত ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ডের মাধ্যমে জলবায়ু অভিযােজনমূলক বিভিন্ন সফল কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের নজর কেড়েছে।

রবিবার (২৮ মার্চ) প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও, ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত ‘নলেজ ডিসেমিনেশন এন্ড সাস্টেইনিবিলিটি ওয়ার্কশপ অন ইন্টিগ্রেটিং কমিউনিটি বেইজড এডাপটেশন ইন্টু এফরেস্ট্রেশন এন্ড রিফরেস্ট্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মােঃ শাহাব উদ্দিন এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বন অধিদপ্তর বাস্তবায়িত বাংলাদেশের উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটিভিত্তিক অভিযােজন কর্মসূচি (আইসিবিএএআর)’ দক্ষিণ এশিয়ার অন্যতম সফল অ্যাডাপ্টেশন প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের উপকূলীয় ৫ টি জেলার ৮ টি উপজেলায় বাস্তবায়িত থ্রিএফভি (ফরেস্ট, ফ্রুট, ফিস,ভেজিটেবলস) মডেলসহ অন্যান্য অভিনব অভিযােজন কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। আইসিবিএএআর প্রকল্পের আওতায় বিগত চার বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ ও স্থানীয় মতামত এবং ফলাফল বিশ্লেষণ করে উপকূলের উপযােগী, জলবায়ু সহনশীল, অভিনব, প্রাকৃতিক ও প্রতিবেশভিত্তিক জীবিকায়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কর্মকাণ্ড স্থানীয় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি লাঘবকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপকূলীয় সবুজ বেষ্টনী গঠন ও সংরক্ষণ করা হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার , মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্পটির জাতীয় প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী, প্রধান বন সংরক্ষক মােঃ আমীর হােসাইন চৌধুরী এবং ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সুদীপ্ত মুখার্জি প্রমুখ।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বর্তমান ও ভবিষ্যত প্রভাব মােকাবিলায় আইসিবিএএআর প্রকল্পটির মাধ্যমে বাস্তবায়িত জীবিকায়ন কার্যক্রম এবং ইফেকটিভনেস ও ইফিসিয়েন্সি স্টাডি সমূহ ” জলবায়ু সহনশীল ও প্রতিবেশভিত্তিক উপকূলীয় জীবিকায়ন” এবং ” বাংলাদেশের জলবায়ু সহিষ্ণু ম্যানগ্রোভ প্রজাতির চারা উত্তোলন, রোপণ-কৌশল এবং বাগান ব্যবস্থাপনা ” শিরোনামে গ্রন্থভুক্ত করে তার বাংলা ও ইংরেজি ভার্শন দুটির মোড়ক উন্মোচন করা হয়।

 

Latest articles

Bangladesh: কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন বাংলাদেশী নাগরিকরা! সামনে এল সমস্ত তথ্য

পাসপোর্ট তৈরি করে জঙ্গিরা ভারতে প্রবেশ করছে বলে গোয়েন্দারা বার বার অভিযোগ করেছে (Bangladesh)।...

Saltlake: মানসিক অবসাদেই আত্মহত্যা! যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য

গত কয়েকদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে (Saltlake)।...

Bangladesh: বাংলাদেশের মাধ্যমে বাংলায় উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা ISI- এর হাতে চাঞ্চল্যকর তথ্য

বাংলাকে কেন্দ্র করে ক্রমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দাদের তদন্তে এমনই...

TMC Leader: মন্দারমনির রিসর্ট থেকে তৃণমূল নেতার দেহ উদ্ধার! দুই মহিলাকে নিয়ে বাড়ছে রহস্য

মন্দারমনি রিসর্টে তৃণমূল নেতার (TMC Leader) মৃত্যুতে রহস্য ক্রমেই ঘনীভূত হতে শুরু করেছে। ওই...

More like this

Bangladesh Election: কবে বাংলাদেশের নির্বাচন? টেলিভিশন লাইভে ইঙ্গিত দিলেন ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশে সাধারণ নির্বাচনের (Bangladesh Election) বিষয়ে একটি...

Bangladesh Violence: বাংলাদেশের আদালতে সন্ত চিন্ময় মামলার আরেকটি আবেদন, জেনে নিন বিষয়টি কী?

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সাধক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের  (Bangladesh Violence) মামলায় গ্রেপ্তার করা হয়েছে।...

India-Bangladesh Relations: উত্তেজনার মধ্যেই ঢাকা পৌঁছলেন ভারতের বিদেশ সচিব, ইউনুসের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

অভ্যুত্থানের পর থেকে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের (India-Bangladesh Relations) পরিস্থিতির অবনতি হচ্ছে। এখানে সংখ্যালঘুদের...