22 C
New York
Saturday, December 21, 2024
Homeবাংলাদেশপিলখানা হত্যাকাণ্ড: শ্রদ্ধা-ভালোবাসায় নিহতদের স্মরণ

পিলখানা হত্যাকাণ্ড: শ্রদ্ধা-ভালোবাসায় নিহতদের স্মরণ

Published on

আবু আলী, ঢাকা: পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তিতে বৃহস্পতিবার শ্রদ্ধা, ভালোবাসায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করেছে । সকাল নয়টার দিকে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এরপর তিন বাহিনীর প্রধান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল কুদরত এলাহি রহমান শফিকের ছেলে সাকিব রহমান বলেন, এই হত্যার বিচার চূড়ান্ত ধাপে রয়েছে। কিন্তু হত্যার পেছনের ষড়যন্ত্রকারীরা এখনো বিচারের বাইরে রয়েছে। পেছনের ষড়যন্ত্রকারীদের বের করতে বিচারিক তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। নিহত লে. কর্নেল লুৎফর রহমানের ভাই আখলাকুর রহমান ও এহতেশাম রহমান বলেন, তাঁরা চান, এই দিনকে রাষ্ট্রীয় শোক ও ছুটি হিসেবে ঘোষণা করা হোক। তাহলে আগামী প্রজন্ম এই দিন সম্পর্কে জানতে পারবে।

মেজর মোস্তফা আসাদুজ্জামানের ভায়রা আসলাম সেরনিয়াবাত বলেন, রায় দ্রুত বাস্তবায়ন করা হোক। তাহলেই নিহত সেনা কর্মকর্তাদের আত্মা শান্তি পাবে।শ্রদ্ধা জানাতে এসে বিএনপির নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ১২ বছর পরও এই হত্যাকাণ্ডের বিচারের চূড়ান্ত ফয়সালা এখনো হয়নি। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন তিনি।

প্রসঙ্গত, আজ থেকে এক যুগ আগে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান নাম বিজিবি) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ করেন সীমান্তরী বাহিনীর কিছু সদস্য। তাঁরা পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড চালান। নিষ্ঠুর আচরণ ও পাশবিক নির্যাতনের শিকার হন সামরিক কর্মকর্তাদের অনেকের পরিবারের সদস্যরাও। দুদিনব্যাপী ওই বিদ্রোহ শেষে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনার মামলাটি এখন আইনি লড়াইয়ে চূড়ান্ত ধাপে রয়েছে। তবে এ ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলাটি এখনো বিচারিক আদালতের গণ্ডি পেরোয়নি।

হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর দণ্ডাদেশের বিরুদ্ধে ২০৪ জন আসামি পৃথক আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন। খালাস পাওয়া ও সাজা কমা ৮৩ আসামির ক্ষেত্রে ২০টি লিভ টু আপিল করেছে রাষ্ট্রপ। এখন এসব আপিল ও লিভ টু আপিল শুনানির অপোয়। দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় মামলা।

Latest articles

Bangladesh: কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন বাংলাদেশী নাগরিকরা! সামনে এল সমস্ত তথ্য

পাসপোর্ট তৈরি করে জঙ্গিরা ভারতে প্রবেশ করছে বলে গোয়েন্দারা বার বার অভিযোগ করেছে (Bangladesh)।...

Saltlake: মানসিক অবসাদেই আত্মহত্যা! যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য

গত কয়েকদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে (Saltlake)।...

Bangladesh: বাংলাদেশের মাধ্যমে বাংলায় উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা ISI- এর হাতে চাঞ্চল্যকর তথ্য

বাংলাকে কেন্দ্র করে ক্রমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দাদের তদন্তে এমনই...

TMC Leader: মন্দারমনির রিসর্ট থেকে তৃণমূল নেতার দেহ উদ্ধার! দুই মহিলাকে নিয়ে বাড়ছে রহস্য

মন্দারমনি রিসর্টে তৃণমূল নেতার (TMC Leader) মৃত্যুতে রহস্য ক্রমেই ঘনীভূত হতে শুরু করেছে। ওই...

More like this

Bangladesh Election: কবে বাংলাদেশের নির্বাচন? টেলিভিশন লাইভে ইঙ্গিত দিলেন ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশে সাধারণ নির্বাচনের (Bangladesh Election) বিষয়ে একটি...

Bangladesh Violence: বাংলাদেশের আদালতে সন্ত চিন্ময় মামলার আরেকটি আবেদন, জেনে নিন বিষয়টি কী?

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সাধক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের  (Bangladesh Violence) মামলায় গ্রেপ্তার করা হয়েছে।...

India-Bangladesh Relations: উত্তেজনার মধ্যেই ঢাকা পৌঁছলেন ভারতের বিদেশ সচিব, ইউনুসের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

অভ্যুত্থানের পর থেকে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের (India-Bangladesh Relations) পরিস্থিতির অবনতি হচ্ছে। এখানে সংখ্যালঘুদের...