দীর্ঘ টালা বাহানার পর পশ্চিমবঙ্গে এল বাংলাদেশের ইলিশ (Bangladeshi hilsa)। বৃহস্পতিবারই বাংলাদেশের ইলিশ (Bangladeshi hilsa) বাংলায় পৌঁছায়। শুক্রবার থেকে এই ইলিশ (Bangladeshi hilsa) পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ (Bangladeshi hilsa)। ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে ১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। হাওড়া পাইকারি বাজারে ১০ মেট্রিকটন ইলিশ এসেছে বলে জানা গিয়েছে। রাজ্যে এসেছে মোট চল্লিশ মেট্রিক টন মাছ এসেছে।
বাংলাদেশ থেকে ইলিশ মাছ রফতানি করার ক্ষেত্রে চলতি বছর দীর্ঘ টালা বাহানা শুরু হয়। যদিও আগে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসা নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু চলতি বছর আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়। এই আন্দোলনের জেরে পদত্যাগ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নিতে হয়। এরপরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ পাঠাতে অস্বীকার করে। বাংলাদেশের তরফে জানানো হয়, আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে। তারপর সেই ইলিশ বিদেশে রফতানি করা হবে। কিন্তু এক মাসের পর পরিস্থিতি পাল্টে যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ক্ষোভের জন্ম নিয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা একদা ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর তীব্র বিরোধিতা করেছিলেন। তাঁরাই এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্য। তাঁরা এখন ভারতে ইলিশ রফতানিতে শুধু অনুমতি দেয়নি, তা নয়, আগের থেকে সেই পরিমাণ অনেকটাই বেশি। এই কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্নভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন।
হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে অরাজকতা দেখা দিয়েছে। সারা দেশে দাঙ্গা, অশান্তি লেগেই রয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলাদেশে। যার জেরে বাংলাদেশে বহু মানুষের মৃত্যু হয়েছে। যাদেরকে সামনে রেখে বাংলাদেশের সাধারণ মানুষ হাসিনা সরকারের পতন চেয়েছিল। তাঁদের সঙ্গে দুর্নীতির যোগ ক্রমশ প্রকাশ পাচ্ছে।