নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল। শনিবার ঐ সংগঠনের বাঁকুড়া জেলা কার্যকরী সভানেত্রী অর্চিতা বিদের নেতৃত্বে বেলিয়াতোড়ের বৃন্দাবনপুর এলাকায় সাইকেল মিছিলে অংশ নেন অসংখ্য মহিলা কর্মী। তীব্র রোদ আর গরমকে উপেক্ষা করে প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে এই সাইকেল মিছিলে পেট্রোপণ্যের ক্রমাগত দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা মহিলা তৃণমূলের কার্যকরী সভানেত্রী অর্চিতা বিদ কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকারকে ‘অপদার্থ’ দাবী করে বলেন, মানুষের এই দূর্দিনে ক্রমাগত পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। এখন ভরসা বলতে ‘দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেল’। পেট্রোপণ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না কমা পর্যন্ত তারা এই অন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি জানান।