বরানগরে (Baranagar) মাঝরাতে পুড়ল সিপিএম এর দলীয় কার্যালয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূলের পাল্টা এটি সিপিএমের দলীয় কোন্দল।
পল্লব হাজরা, বরানগর: মঙ্গলবার গভীর রাতে আগুন জ্বলতে দেখে গেল বরানগর ১৮নং ওয়ার্ডের নপাড়া সংলগ্ন সিপিএমের পার্টি অফিসের একটি অংশ। ঘুম ভেঙে সেই আগুন নিভাতে ছুটে আসেন স্থানীয় মানুষ থেকে কর্মীরা। রাতেই খবর দেওয়া হয় বরানগর থানায়। দমকলকে খবর দিলে দলের কর্মীরাই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কর্মীদের অভিযোগ স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরাই বাইরে থেকে কেরসিন দিয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে। নির্বাচনের প্রাক্কালে ভয় পেয়ে শাসক শিবির । তাই এই অগ্নিসংযোগের ঘটনা।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী সহ বরানগর বিধানসভার উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। কার্যালয়ের ক্ষয়ক্ষতি ক্ষতিয়ে দেখেন দুই প্রার্থী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী অভিযোগ করে বলেন, “তৃণমূল ঘটনার সাথে সরাসরি যুক্ত,চাকরি চুরি থেকে টাকা লুঠ সবেতেই নাম জড়িয়েছে তৃণমূলের এমনকি যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল। তারা আজ ভয় পেয়েছে আর ভয় পেয়েই ভয় দেখানোর চেষ্টা করছে। যার কারনে সিপিএম পার্টি অফিসে আগুন।”
পাশাপাশি এই ঘটনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান স্থানীয় ১৮নং ওয়াডের তৃণমূল কাউন্সিলর সুনাথ বিশ্বাস । তিনি বলেন, তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক হলেও এটি সম্পূর্ণ সিপিএম এর দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ। সিপিএম এর পায়ের তলায় মাটি নেই তাই এই সব করে মাটি ভরানোর চেষ্টা চালাচ্ছে।